শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫ ।। ১৫ কার্তিক ১৪৩২ ।। ৯ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
৪০ সেকেন্ডের ঝটিকা মিছিল শেষে কারাগারে ছাত্রলীগ-যুবলীগের ১২ নেতাকর্মী ‘যথেষ্ট সফলতা আছে, তবে ১৫ বছরের জঞ্জাল ১৫ মাসে পরিষ্কার করা যায় না’ ব্যাংকগুলোতে ক্যাশ নেই, চরম ভোগান্তিতে গাজার মানুষ বাধ্যতামূলক সেনা নিয়োগের বিরুদ্ধে ইসরাইলে ব্যাপক বিক্ষোভ শ্রমিকবান্ধব রাষ্ট্র প্রতিষ্ঠায় ইসলামী শক্তিকে ক্ষমতায় আনতে হবে : মাওঃ আব্দুল আউয়াল দেশের সর্ববৃহৎ সিরাত প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত ‘যারা ভোটের জন্য বেহেশতের টিকিটের কথা বলে বেড়ায় তাদের থেকে সাবধান’ ঝটিকা মিছিল করতে গিয়ে গ্রেপ্তার আ.লীগের তিন হাজার নেতাকর্মী ভৈরবকে জেলা ঘোষণার দাবিতে মহাসড়কে নামাজ আদায় নভেম্বর থেকে নতুন পোশাক পাচ্ছে মহানগর পুলিশ

রাষ্ট্রের রোগ-ব্যাধি নিরাময় করতে হবে : এমপি হারুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: জাতীয় সংসদ সদস্য (এমপি) হারুনুর রশীদ বলেছেন, সবার আগে রাষ্ট্রের রোগ-ব্যাধি নিরাময় করতে হবে। রাষ্ট্রের এমন কোনো খাত নেই যেখানে ভেজাল নেই। খাদ্য, ওষুধসহ দেশের প্রতিটি অঙ্গে ভেজাল। এই ভেজাল ঠিক করতে না পারলে আইন করে লাভ হবে না।

রোববার (৬ নভেম্বর) সংসদে ‘আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ বিল-২০২২’ পাসের জন্য তোলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। বিলটির ওপর আলোচনা করতে গিয়ে তিনি এ সব কথা বলেন।

‘দুর্নীতি ও সন্ত্রাসের বিরুদ্ধে খেলা হবে’ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এমন মন্তব্যের ইঙ্গিত দিয়ে হারুনুর রশীদ বলেন, বরিশালে দেখলাম বিএনপির গণসমাবেশে রাস্তায় যে গাড়ি নিয়ে যাচ্ছে, সেগুলো ভেঙে দেওয়া হয়েছে। আইন প্রয়োগকারী সংস্থাগুলো কোথায়, তারা কী করছে, তাদের দায়িত্ব ও কর্তব্যটা আসলে কী?

তিনি বলেন, সরকার গত ১৫ বছরে অনেক হাসপাতালের অবকাঠামো তৈরি করেছে। সেগুলো নানা সমস্যায় জর্জরিত। ২৫০ শয্যার হাসপাতালে আইসিইউ নেই। স্বাস্থ্যখাতে হাজার হাজার কোটি টাকা দেওয়ার পরেও সেগুলোর বেহাল দশা।

সংসদ সদস্য হারুনুর রশীদের বক্তব্য প্রসঙ্গে জাতীয় পার্টির সংসদ সদস্য মুজিবুল হক চুন্নু বলেন, আসলে কোনো কিছুই ঠিক নেই।

ওবায়দুল কাদেরের খেলা হবে বক্তব্যের প্রসঙ্গ টেনে তিনি বলেন, আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে আসলে কি খেলা হবে জানি না। এই দুটি দল লাখ লাখ টাকা খরচ করে সমাবেশ করে লড়াই দেখাতে চায়। মানুষের কল্যাণের বিষয় তারা চিন্তা করে না।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ