আওয়ার ইসলাম ডেস্ক: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আগামী ২০২৩ সালের ডিসেম্বরের শেষ সপ্তাহে অথবা জানুয়ারির প্রথম সপ্তাহে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রীর নির্দেশনা হচ্ছে আর কোনো মেগা প্রকল্প নয়।
রোববার সকালে গাজীপুরের টঙ্গীতে বিআরটি প্রকল্পের ফ্লাইওভারের ঢাকামুখী দুটি লেনের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
এসময় বিআরটি প্রকল্পের কাজের জন্য সৃষ্ট দুর্ভোগের জন্য দুঃখ প্রকাশ করে সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, প্রকল্পের ৮০ ভাগ কাজ শেষ হয়েছে, এই প্রকল্পে আর দুর্ভোগ হবে না।
বিএনপির সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, বিএনপি দেশে কোন মেগা প্রকল্প করেনি। কোন উন্নয়ন হয়নি। কারা ক্ষমতায় যাবে আর কারা সেফ এক্সিট নেবে তা জনগণই সিদ্ধান্ত নেবে, আপনারা নির্বাচনে আসুন।
সকাল ১১টার পর যানবাহন চলাচলের জন্য খুলে দেয়া হয় ফ্লাইওভারের ঢাকামুখী দুটি লেন। আর এতে উচ্ছ্বাস প্রকাশ করেন উপস্থিত নেতাকর্মী ও যানবাহন চালকরা। ফ্লাইওভারের ঢাকামুখী লেন চালু হওয়ায় গাজীপুরসহ ৩৭টি জেলার মানুষ উপকৃত হবে।
বিআরটি কর্তৃপক্ষ জানিয়েছে, প্রকল্পটি নির্মাণ হলে এটিই হবে গাজীপুর, টঙ্গী ও উত্তরা এলাকায় চলাচলকারী দ্রুত, নিরাপদ এবং পরিবেশবান্ধব প্রথম গণপরিবহন ব্যবস্থা।
২০ দশমিক ৫ কিলোমিটার দীর্ঘ এ প্রকল্পে ৪.৫ কিলোমিটার এলিভেটেড ফ্লাইওভার, ৬টি এলিভেটেড স্টেশন, ১০ লেনের টঙ্গী সেতু নির্মাণ করা হচ্ছে। প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ৪ হাজার ২৬৮ দশমিক ৩২ কোটি টাকা।
-এএ
 
                              
                           
                              
                           
                         
                              
                           
                        
                                                 
                      
                                                  
                                               
                                                  
                                               
                                      
                                         
                                      
                                         
                                      
                                        