আওয়ার ইসলাম ডেস্ক: বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বিএনপির আন্দোলন সংগ্রামে পরিবহণের প্রয়োজন হবে না।
পরিবহণ ছাড়া যে আন্দোলন হতে পারে, এটা বরিশালের জনগণ দেখিয়ে দিয়েছে। মানুষ গ্যাসের অভাবে রান্না করতে পারছে না। আমি আওয়ামী লীগের নেতাদের বক্তব্যের জবাব দিতে চাই না। কারণ আমাদের মূল দাবি থেকে সরে যেতে পারে।
বরিশালের বঙ্গবন্ধু উদ্যানে (বেলস পার্ক) আজ শনিবার দুপুরে বিভাগীয় গণসমাবেশে তিনি এসব কথা বলেন। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি আরও বলেন, দেশের মানুষের ভোটাধিকার নাই, আইনের শাসন নাই। ফার্স্ট ডিভিশনের সঙ্গে থার্ড ডিভিশনের খেলা হতে পারে? আগে পদত্যাগ করে আসুন, মাঠে আসুন, তখন খেলা হবে।
খসরু বলেন, দেশনেত্রী খালেদা জিয়া দেশের মানুষের প্রতি সম্মান জানিয়ে সংসদে তত্ত্বাবধায়ক সরকারের বিল পাস করে সংসদ থেকে পদত্যাগ করে জনগণের কাতারে নেমে এসেছিলেন। তিনি চাইলে ক্ষমতায় থাকতে পারতেন। মানুষের প্রয়োজনীয় জিনিস কেনার টাকা পায় না সরকার, তাদের ভোট চুরির মেশিন কেনার পয়সা আছে।
তিনি আরও বলেন, সব কিছুর মূলে হচ্ছে ভোট চুরি, আজকে গুম, খুন, হত্যার মূলে হচ্ছে ভোট চুরি। তাহলে এই ভোট চুরি রুখতে হবে।
বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুকের সভাপতিত্বে সমাবেশে যোগ দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ড. মঈন খান, বেগম সেলিমা রহমান, বিএনপির ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শাহজাহান ওমর, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহম্মেদ, এয়ার ভাইস মার্শাল আলতাফ হোসেন চৌধুরী, আব্দুল আউয়াল মিন্টু, ডা. এজেড এম জাহিদ হোসেন, বিএনপির যুগ্ম মহাসচির মজিবুর রহমান সরোয়ার, অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, হাবীব উন নবী খান সোহেল, বিএনপি নেতা জহির উদ্দিন স্বপন, অ্যাডভোকেট মাসুদ আহম্মেদ তালুকদার, যুবদলের সভাপতি সুলতান সালাহ উদ্দিন টুকুসহ অঙ্গ ও সহযোগী দলের নেতারা বক্তব্য দেন। এছাড়া বরিশাল বিভাগের বিভিন্ন জেলা ও স্থানীয় নেতারা বক্তব্য দেন।
গত ৮ অক্টোবর চট্টগ্রামে প্রথম গণসমাবেশ করে বিএনপি। এরপর ১৫ অক্টোবর ময়মনসিংহে, ২২ অক্টোবর খুলনায়, ২৯ অক্টোবর রংপুরে, আজ (৫ নভেম্বর) বরিশালে এরপর আগামী ১২ নভেম্বর ফরিদপুর, ১৯ নভেম্বর সিলেট, ২৬ নভেম্বর কুমিল্লা, ৩ ডিসেম্বর রাজশাহী এবং ঢাকায় ১০ ডিসেম্বর মহাসমাবেশের মধ্য দিয়ে টানা তৃতীয় দফার কর্মসূচি শেষ হবে।
-এটি
 
                              
                           
                              
                           
                         
                              
                           
                        
                                                 
                      
                                                  
                                               
                                                  
                                               
                                      
                                         
                                      
                                         
                                      
                                        