বুধবার, ৩০ এপ্রিল ২০২৫ ।। ১৭ বৈশাখ ১৪৩২ ।। ২ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
দেশে ফিরছেন খালেদা জিয়া, প্রস্তুত করা হচ্ছে এয়ার অ্যাম্বুলেন্স শিক্ষার্থীদের সভা-সমাবেশ ও মিছিলে অংশগ্রহণ বন্ধের নির্দেশ নারী নীতিমালা নিয়ে জাতীয় সেমিনারে শীর্ষ আলেম-রাজনীতিকরা ‘মানবিক করিডোর’ প্রতিষ্ঠার আগে জাতীয় ঐকমত্য তৈরি করতে হবে সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ দেখতে চায় বিএনপি : মির্জা ফখরুল ইসলামিক ফাউন্ডেশনের নিয়োগ বিজ্ঞপ্তি স্থগিত প্রতিহিংসা-প্রতিশোধ শান্তি বয়ে আনতে পারে না: আমীরে জামায়াত শিক্ষা-প্রতিষ্ঠানে শাসন সংকট, মনোভাবের বিপর্যয় এবং সতর্কতার আহ্বান নিবরাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনে শিক্ষক নিয়োগ মানুষের আস্থা ফিরিয়ে আনতে পুলিশের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

মহানবীর আদর্শ ধারণ করতে পারলে দেশে শান্তি আসবে: মুফতি রুহুল আমিন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নুরুল কবির আরমান
খাগড়াছড়ি প্রতিনিধি>

খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গায় সম্মিলিত নবী প্রেমিক তৌহিদী জনতার উদ্যোগে শানে রিসালাত সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২নভেম্বর) দুপুর ২টা থেকে কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে শানে রিসালাত সম্মেলন শুরু হয়ে রাত ১১ টা ৪৫ মিনিটে দোয়া ও মোনাজাতের মাধ্যমে শেষ হয়।

দারুস সুন্নাহ মাদ্রাসার পরিচালক মাওলানা আনোয়ার হোসেন মিয়াজী সভাপতিত্বে ও মাওলানা মাওলানা আখতারুজ্জামান ফারুকীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বায়তুল মোকাররমের খতিব মাওলানা মুফতি রুহুল আমিন, বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন জামেয়া ওবাইদিয়া নানুপুরের শাইখুল হাদীস মুফতি কুতুব উদ্দিন।

সম্মেলনে পবিত্র কুরআন ও হাদিসের আলোকে প্রধান বক্তা হিসেবে জামেয়া মাহমুদিয়া যাত্রাবাড়ীর প্রধান মুফতি মাওলানা মুফতি রেজাউল করিম আবরার, বিশেষ বক্তা হিসেবে মাসজিদে বাক্কাতিল মুবারকাহ কলাবাগান ( ঢাকা ) এর খতিব মাওলানা মুফতি আবু মুহাম্মদ রাহমানি, মাটিরাঙ্গা কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা ক্বারী হারুনুর রশিদ আজিজী প্রমুখ বয়ান করেন।

আল্লামা মুফতি রুহুল আমিন বলেন, আল্লাহর নবী মুহাম্মদ সা.নিষ্পাপ ছিলেন। আল্লাহর পরই তার মর্যাদা। আমরা মহানবীকে নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসি। মহানবীর প্রতি আমাদের ভালোবাসা সবকিছু থেকে বেশি না হলে মুমিন হওয়া যাবে না। মহানবীর আদর্শ যদি আমাদের মাঝে থাকে, তাহলে হানাহানি-মারামারি বন্ধ হয়ে যাবে। দেশে আসবে শান্তি, এ পৃথিবী হবে ভূস্বর্গের।

মাওলানা মুফতি রেজাউল করিম আবরার বলেন, মুসলমানরা একমাত্র মাথা নত ও সিজদা করবে আল্লাহকে। আল্লাহ ছাড়া কাউকে সিজদা করা হারাম। কোন ব্যক্তি হারামকে হালাল মনে করবে, তাহলে সে কাফের হয়ে যাবে। কিন্তু হারামকে হারাম মনে করে ওই কাজ করলে মারাত্মক কবিরা গুনাহ হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ