সোমবার, ১২ জানুয়ারি ২০২৬ ।। ২৮ পৌষ ১৪৩২ ।। ২৩ রজব ১৪৪৭

শিরোনাম :
জামায়াত কি ক্ষমতায় যেতে চায়? নতুন জরিপে বিএনপির কাছাকাছি জনপ্রিয়তা জামায়াতের! হাদি হত্যা: চার্জশিটের গ্রহণযোগ্যতা নিয়ে শুনানি বৃহস্পতিবার বিক্ষোভের পর ইরানের পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে, দাবি পররাষ্ট্রমন্ত্রীর স্বতন্ত্র প্রার্থীদের মাঠছাড়া করতে পরিকল্পিত চেষ্টা চলছে: ব্যারিস্টার শাহরিয়ার কবির নিজেদের নির্দোষ দাবি করলেন সালমান এফ রহমান-আনিসুল হক ‘মুজিব কোট তুলে রেখেছি, এবার ধানের শীষে ভোট দেব’ ৭ জেলার ২৫ মাদ্রাসার হিফজ বিভাগে পিসবের গিজার ও রুম হিটার বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল বুধবার ভোরের প্রচারে নজর কেড়েছেন ইবনে শাইখুল হাদিস

দূষিত পানি পানে ২ জনের মৃত্যু, শতাধিক অসুস্থ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: গাজীপুরের টঙ্গী বড় দেওড়া এলাকায় দূষিত পানি পান করে শতাধিক মানুষ ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন। এছাড়া দূষিত পানি পানে আজ শুক্রবার সকালে বেগম (৬০) ও বাবুল মিয়া (৪৫) নামে দুজনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার রাতে বড় দেওড়া হয়রত শাহজালাল রোডের গান্ধীবাড়ি এলাকায় ঘটনাটি ঘটেছে।

আহতদের টঙ্গী সরকারি হাসপাতাল ও মহাখালী কলেরা হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। অসুস্থ অনেক শিশু ও বৃদ্ধকে তাদের নিজ নিজ বাসায় চিকিৎসা দেওয়া হচ্ছে।

স্থানীয়রা জানান, বড় দেওড়া হয়রত শাহজালাল (র.) রোডের প্রকৌশলী মোসলেম উদ্দিনের গলিতে বৃহস্পতিবার দুপুরে ড্রেনের কাজ করার সময় কয়েকটি পানির পাইপ লাইন ফেটে যায়। ওই পাইপে ড্রেনের ময়লা প্রবেশ করে পানি দূষিত হয়ে পড়ে।

পরে আশপাশের বাসাবাড়ির লোকজন সেই পানি পান করায় রাত আটটা থেকে শিশু, যুবক ও বৃদ্ধসহ শতাধিক মানুষের পাতলা পায়খানা ও বমি শুরু হয়। তাদের উদ্ধার করে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতাল, মহাখালী কলেরা হাসপাতাল, বিভিন্ন ক্লিনিক ও বাসাবাড়িতে চিকিৎসা দেওয়া হয়।

যেখানে এদের মধ্যে ৩৬ জনকে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া অন্তত ২০-২৫ জনকে তাদের নিজ বাসায় চিকিৎসা দেওয়া হচ্ছে।

বাসায় চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালে ময়মনসিংহ জেলার হালুয়াঘাট থানার গোপীনগর গ্রামের মৃত আজিজুল হকের স্ত্রী বেগম ও দেওড়া মাইনুদ্দীন মার্কেট এলাকার বাবুল মিয়া মারা যান। তাদের লাশ নিজ নিজ গ্রামের বাড়ি নিয়ে যাওয়া হয়েছে।

স্থানীয় চিকিৎসক জালাল আহমেদ বলেন, দূষিত পানি পান করে দুজন মারা গেছেন। এছাড়া বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত প্রাথমিক চিকিৎসা দিয়ে অন্তত ৭০ জনকে টঙ্গী ও মহাখালী কলেরা হাসপাতালে পাঠানো হয়েছে।

টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (ভারপ্রাপ্ত) মো. মাসুদ রানা বলেন, দূষিত পানি পানের কারণে তাদের ডায়রিয়া ও বমি হচ্ছে। হাসপাতালে ৩৬ জনকে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ