সোমবার, ১২ জানুয়ারি ২০২৬ ।। ২৮ পৌষ ১৪৩২ ।। ২৩ রজব ১৪৪৭

শিরোনাম :
নির্বাচন ডাকাতি যেন আর কখনো না ঘটতে পারে সেই ব্যবস্থা করতে হবে গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হলে আর কখনও রাতের ভোট হবে না: আলী রীয়াজ এবার খামেনির পক্ষে ইরানের রাস্তায় লাখ লাখ মানুষ! কায়কোবাদকে ফের সংসদে দেখতে চায় মুরাদনগর উপজেলা জমিয়ত ‘তিন ভাই মিলে খুন করলেন কেন?’ বিস্মিত বিচারকের প্রশ্ন ‘মোশাররফ ঠাকুরের বক্তব্য অবমাননাকর, তাকে ক্ষমা চাইতে হবে’ নানুপুর মাদরাসার খতমে বুখারি ও দোয়া মাহফিল ১৬ জানুয়ারি ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল পিকআপ ভ্যান, দুই ভাইসহ নিহত ৩ ‘নিকাব নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যে মোশাররফ ঠাকুরকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে’ ভারতে পৌঁছালেন তালেবান-নিযুক্ত প্রথম কূটনীতিক, দিল্লি দূতাবাসে তোড়জোড়

এবার বন্দুক বিক্রির ওপর নিষেধাজ্ঞা কানাডার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: হামলা ঠেকাতে এবার বন্দুক বিক্রির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে কানাডা।

শুক্রবার (২১ অক্টোবর) সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী জাস্ট্রিন ট্রুডো। বন্দুক সহিংসতা রুখতে এমন পদক্ষেপ কার্যকর ভূমিকা রাখবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

এক বিবৃতিতে সব ধরনের হ্যান্ডগান বা বন্দুক বিক্রির ওপর নিষেধাজ্ঞা জারি করেছেন দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। এ সময় উপস্থিত ছিলেন কানাডার সাম্প্রতিক বন্দুক হামলায় নিহতদের পরিবারের স্বজনরা।

ট্রুডো বলেন, ‘যেখানে বন্দুক হামলায় অসংখ্য মানুষ মারা যাচ্ছে, বহু মানুষ আহত হচ্ছে, দায়িত্বশীল নেতৃত্ব হিসেবে এটিকে নিয়ন্ত্রণ করা আমাদের কর্তব্য। সম্প্রতি বন্দুক হামলার ঘটনাগুলোতে আমরা সবচেয়ে বেশি হ্যান্ডগানের ব্যবহার দেখেছি। আর এ জন্যই আমরা এগুলোর বিক্রিতে নিষেধাজ্ঞা দিয়েছি। আমি মনে করি, সাম্প্রতিক সময়ে এটি সবচেয়ে বড় পদক্ষেপ।’

গত মে মাসে যুক্তরাষ্ট্রের টেক্সাসে ভয়াবহ বন্দুক হামলায় বেশ কয়েকজনের হতাহতের পরপরই বন্দুক বেচাকেনার ওপর নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত নেয় কানাডা সরকার। কানাডায় যুক্তরাষ্ট্রের তুলনায় বন্দুক হামলার ঘটনা কম হলেও অন্যান্য উন্নত দেশের তুলনায় অনেক বেশি।

এ ছাড়া দেশটিতে গেল ১১ বছরে বন্দুক সহিংসতার ঘটনায় সবচেয়ে বেশি ব্যবহৃত হয়েছে এই হ্যান্ডগান। আর তাই বন্দুক হামলার রাশ টেনে ধরতে অস্ত্র নিয়ন্ত্রণ আইন আরও কঠোর করার উদ্যোগ নেয় কানাডা সরকার। এর মধ্য দিয়ে গেল ৪০ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী বন্দুক আইন পাস করল ট্রুডো প্রশাসন।

এর আগে, ২০২০ সালে কানাডায় বন্দুক হামলায় ২৩ জনের প্রাণ যায়। ওই ঘটনার পরপরই প্রায় ১৫০০ ধরনের আগ্নেয়াস্ত্র নিষিদ্ধ করেছিল দেশটির সরকার।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ