বুধবার, ৩০ এপ্রিল ২০২৫ ।। ১৭ বৈশাখ ১৪৩২ ।। ২ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
দেশে ফিরছেন খালেদা জিয়া, প্রস্তুত করা হচ্ছে এয়ার অ্যাম্বুলেন্স শিক্ষার্থীদের সভা-সমাবেশ ও মিছিলে অংশগ্রহণ বন্ধের নির্দেশ নারী নীতিমালা নিয়ে জাতীয় সেমিনারে শীর্ষ আলেম-রাজনীতিকরা ‘মানবিক করিডোর’ প্রতিষ্ঠার আগে জাতীয় ঐকমত্য তৈরি করতে হবে সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ দেখতে চায় বিএনপি : মির্জা ফখরুল ইসলামিক ফাউন্ডেশনের নিয়োগ বিজ্ঞপ্তি স্থগিত প্রতিহিংসা-প্রতিশোধ শান্তি বয়ে আনতে পারে না: আমীরে জামায়াত শিক্ষা-প্রতিষ্ঠানে শাসন সংকট, মনোভাবের বিপর্যয় এবং সতর্কতার আহ্বান নিবরাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনে শিক্ষক নিয়োগ মানুষের আস্থা ফিরিয়ে আনতে পুলিশের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

শায়েস্তাগঞ্জ কাশফিয়ান স্কুলে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: শিশুদের মনোরম পারফর্মের মধ্য দিয়ে একদিন আনন্দঘন দিন কাটিয়েছে হবিগঞ্জের শায়েস্তগঞ্জে অবস্থিত কাশফিয়ান ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থীরা।

মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্মরণ করে অনুষ্ঠিত হয় কুইজ প্রতিযোগিতা। বক্তৃতা, কবিতা আবৃত্তি, কুরআন তেলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় সকাল থেকে দুপুর পর্যন্ত।

দুপুরে ছোটদের মধ্যে দৌড় লাফ, ব্যাঙ দৌড়, চামচ-মারবেল খেলায় পারফর্ম করে শিক্ষার্থীরা। অনুষ্ঠান শেষ বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন কাশফিয়ান ইন্টারন্যাশনাল স্কুলের প্রধান শিক্ষক, বহুগ্রন্থ প্রণেতা মাসউদুল কাদির।

গত রোববার দুপুরে হবিগঞ্জের শায়েস্তগঞ্জে অবস্থিত কাশফিয়ান ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থীদের হাতে এই পুরস্কার তুলে দেন তিনি।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হবিগঞ্জ ইকরা বাংলাদেশ স্কুলের শিক্ষা প্রধান মুফতী আনোয়ার আমীর, প্রধান হাফেজ মাওলানা আবুল কাশেম।

বিচারকার্য পরিচালনা করেন কাশফিয়ান স্কুলের শিক্ষক মুর্শিদা অক্তার রিমা, রোকশানার আক্তার হ্যাপী, কুলসুমা আক্তার, মোহাম্মদ আবদুল হাকিম, সাবিরা সুলতানা বুশরা প্রমুখ।

অনুষ্ঠানটি উপস্থাপনা করেন কাশফিয়ান স্কুলের গণিত শিক্ষক সুমি আক্তার। শিক্ষার্থীদের পুরস্কার তুলে দিয়ে মাসউদুল কাদির বলেন, আমরা শিক্ষার্থীদের হৃদয়ে প্রতিযোগিতার মানসিকতা তৈরি করতে চাই। সামনের দিনগুলোতে শিক্ষার্থীরা যেন নিজেদের গড়তে পারে।

বিশ্বমানের আলোকিত মানুষ তৈরির চেষ্টা আমরা সবসময় অব্যাহত রাখতে চাই। কাশফিয়ান স্কুল একযুগ ধরে আলো বিতরণ করছে, সামনেও ইনশাআল্লাহ আরো ভালো করবে।

অভিভাবকদের প্রশংসা করে মাসউদুল কাদির বলেন, আমি অত্যন্ত খুশি হয়েছি, ধৈর্যের সঙ্গে বাচ্চাদের সঙ্গ দিয়েছেন অভিভাবিকাগণ। আপনারা নিজেদের সন্তানদের গড়ে তোলার জন্য এ পরিশ্রম অব্যাহত রাখলে, আগামী বিশ্ব নির্মাণে আমরা সত্যিই সত্যিই অবদান রাখতে পারবো ইনশাআল্লাহ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ