বুধবার, ৩০ এপ্রিল ২০২৫ ।। ১৭ বৈশাখ ১৪৩২ ।। ২ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
দেশে ফিরছেন খালেদা জিয়া, প্রস্তুত করা হচ্ছে এয়ার অ্যাম্বুলেন্স শিক্ষার্থীদের সভা-সমাবেশ ও মিছিলে অংশগ্রহণ বন্ধের নির্দেশ নারী নীতিমালা নিয়ে জাতীয় সেমিনারে শীর্ষ আলেম-রাজনীতিকরা ‘মানবিক করিডোর’ প্রতিষ্ঠার আগে জাতীয় ঐকমত্য তৈরি করতে হবে সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ দেখতে চায় বিএনপি : মির্জা ফখরুল ইসলামিক ফাউন্ডেশনের নিয়োগ বিজ্ঞপ্তি স্থগিত প্রতিহিংসা-প্রতিশোধ শান্তি বয়ে আনতে পারে না: আমীরে জামায়াত শিক্ষা-প্রতিষ্ঠানে শাসন সংকট, মনোভাবের বিপর্যয় এবং সতর্কতার আহ্বান নিবরাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনে শিক্ষক নিয়োগ মানুষের আস্থা ফিরিয়ে আনতে পুলিশের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

বরগুনায় মাদরাসা ছাত্রীর মরদেহ উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বরগুনার তালতলীতে বাড়ির পাশের পুকুর পাড়ে মারুফা আক্তার (১৫) নামের এক মাদরাসা ছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এর আগে বৃহস্পতিবার প্রেম সংক্রান্ত বিষয় নিয়ে প্রেমিকের বাড়িতে ওই মাদরাসা ছাত্রীকে রাখা হয়।

আজ শুক্রবার (১৪ অক্টোবর) সকালে উপজেলার ছোটবগী ইউনিয়নের বেথিপাড়া থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয় ইউপি সদস্য এনায়েত পিয়াদা জানান, ওই এলাকার মৃত হানিফ হাওলাদারের মেয়ে মারুফার সঙ্গে পাশের ঠংপাড়া গ্রামের সুলতান পলানের ছেলে হৃদয়ের প্রেমের সম্পর্ক রয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে হৃদয় ও মারুফা ঠাংপাড়া এলাকায় একটি বাগানে দেখা করতে যায়। সেখান থেকে স্থানীয়রা তাদের আটক করে।

পরে উভয়কে স্থানীয় জনপ্রতিনিধিদের সহায়তায় প্রেমিক হৃদয়ের বাড়িতে নিয়ে যান। সেখানে তার চাচা সোনা মিয়া ও বড় ভাই সোলেমানের জিম্মায় মারুফাকে রাখা হয়। দুই পরিবার আলোচনা করে বিষয়টি সমাধানের কথা ছিল।

জানা গেছে, সকালে মারুফার ছোট বোন মারিয়া বাড়ির পুকুর পাড়ে ফুল গাছে পানি দেওয়ার জন্য যায়। এসময় বড় বোনকে পুকুর পাড়ে পড়ে থাকতে দেখে চিৎকার করলে স্থানীয়রা ছুটে আসেন। পরে পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়।

এ ঘটনায় প্রেমিক হৃদয়কে আটক করে পুলিশ। এছাড়া হৃদয়ের চাচা সোনা মিয়া ও ভাই সোলেমান হোসেনসহ পরিবারের সবাই পলাতক।

নিহতের খালু আয়নাল হোসেন বলেন, শুক্রবার মারুফা-হৃদয়ের বিষয়ে সমাধান হওয়ার কথা ছিল। কিন্তু ওরা তাকে হত্যা করে বাড়ির পাশের পুকুর পাড়ে ফেলে যায়। আমরা এ হত্যার বিচার চাই।

অতিরিক্ত পুলিশ সুপার এস এম তারেক রহমান বলেন, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। ঘটনাস্থলে পিবিআই ও সিআইডি টিম কাজ করছে। ময়নাতদন্তের জন্য মরদেহ বরগুনায় পাঠানো হয়েছে।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ