শনিবার, ২৬ এপ্রিল ২০২৫ ।। ১২ বৈশাখ ১৪৩২ ।। ২৮ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
মসজিদে নববীর ইমামের পেছনে নামাজ পড়তে মালদ্বীপে মুসল্লিদের ঢল আ.লীগ নিষিদ্ধের কথা বললে সরকার পশ্চিমাদের দোহাই দেয় : সারজিস নারী সংস্কার কমিশন বাতিল না করলে আন্দোলনের দাবানল জ্বলবে: হেফাজত আটপাড়ায় হেফাজতে ইসলামের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত কর্মস্থলে দুর্ঘটনাজনিত ক্ষতিপূরণের পরিমাণ বৃদ্ধির সুপারিশ মজলিসে আমেলার বৈঠকে জমিয়ত, রাত পোহালেই কাউন্সিল কাল ঢাকায় ইসলামী আন্দোলনের গণমিছিল, প্রস্তুতি সম্পন্ন ‘রাষ্ট্র কাঠামোর মৌলিক সংস্কার না হলে আবারও ফ্যাসিবাদ মাথাচাড়া দেবে’ মাদরাসা শিক্ষার্থীদের মাঝে হাফেজ্জী হুজুর (রহ.) সেবা ফাউন্ডেশনের কিতাব বিতরণ "পাশ্চাত্যের শক্তি নয় আপনাকে ক্ষমতায় বসিয়েছে এদেশের কোরআনপ্রেমী জনতা”

রোগ নিরাময়ের উপকরণ অবলম্বন করুন: মাওলানা তারিক জামিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাওলানা তারিক জামিল
দাঈ ও স্কলার, পাকিস্তান

সম্প্রতি চীন থেকে শুরু হয়ে বিশ্বময় ছড়িয়ে পড়েছে ভাইরাস করোনা। এ ভাইরাস থেকে রক্ষা পেতে চীনের সাথে আমদানি রপ্তানি বন্ধ করেছে বিশ্বের প্রায় সবগুলো দেশ। তারপরও করোনা ছড়িয়ে পড়েছে সারা বিশ্বে। এর প্রভাবে ওমরা বন্ধ করেছে সৌদি আরব।

রোগ ব্যাধি সম্পর্কে নবীজী সাঃ বলেছেন, রোগ আসে আল্লাহ তায়ালার পক্ষ থেকে। জীবন মৃত্যু আল্লাহ তায়ালার হাতে নির্ধারিত। রোগের কারণে মানুষের মৃত্যু হয় না। প্রত্যেকেই তার নির্ধারিত সময়ে মারা যায়। কখনো কখনো সুস্থ মানুষও হঠাৎ মারা যায়। আমাদের এলাকার সবজি বিক্রেতা সাদেক ভাইয়ের ছেলে আমাকে বলল, বাবা টিভিতে খবর দেখতে দেখতে হঠাৎ মারা গেলেন।

ইসলাম আল্লাহ তায়ালার উপর ভরসা করতে শেখায়। রোগ ব্যাধি আল্লাহ তায়ালার পক্ষ থেকেই আসে। সংক্রমণের কারণে তা ছড়ায় না। ইসলাম আমাদের এ শিক্ষাই দেয়। সাথে সাথে রোগ নিরাময়ের উপকরণ অবলম্বন করতে নির্দেশ দিয়েছে ইসলাম।

সতর্কতা অবলম্বন করতে গিয়ে আক্রান্ত এলাকায় কাউকে প্রবেশ করতে নিষেধ করেছেন নবীজী সাঃ এবং বাহির থেকে অন্যকে আক্রান্ত এলাকায় প্রবেশে করতেও নিষেধ করেছেন।

কত সুন্দর সাম্যের শিক্ষা দিয়েছেন আমাদের প্রিয় নবী সাঃ! প্রথমত মানুষের বিশ্বাস ঠিক করেছেন, যেন তারা মহামারিকে সংক্রামক মনে না করে। অপরদিকে উপকরণ অবলম্বনেও উৎসাহ দিয়েছেন।

একবার ভারতে একটি মহামারি দেখা দিল। সেই মহামারিতে এক বাড়ির মানুষেরা আক্রান্ত হল। কিন্তু পার্শবর্তী বাড়ির কেউ আক্রান্ত হল না। সে বাড়ি ছেড়ে অন্য বাড়ির লোকেরা আক্রান্ত হল।

তাই আমি আমার ভিডিওর শ্রোতাদের শান্ত্বনা দিয়ে বলতে চাই। আমাদের ভরসার একমাত্র স্থল 'লাইলাহা ইল্লাহ'। আল্লাহ তায়ালা যা চান তাই হয়। তিনি না চাইলে কিছু হয় না। তার ইচ্ছা ছাড়া কোন কিছুর পরিবর্তন হয় না। তিনি যখন যেখানে যার শরীরে চান রোগ দিতে পারেন। সংক্রমণের কারণে কেউ অসুস্থ হয় না। আল্লাহ তায়ালা আমাদের এ বিশ্বাস ও আস্থা রাখার তৌফিক দিন।

ভিডিও থেকে অনুবাদ - জুলফিকার জাহিদ

আরএম/


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ