মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬ ।। ২৮ পৌষ ১৪৩২ ।। ২৪ রজব ১৪৪৭

শিরোনাম :
নির্বাচন ডাকাতি যেন আর কখনো না ঘটতে পারে সেই ব্যবস্থা করতে হবে গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হলে আর কখনও রাতের ভোট হবে না: আলী রীয়াজ এবার খামেনির পক্ষে ইরানের রাস্তায় লাখ লাখ মানুষ! কায়কোবাদকে ফের সংসদে দেখতে চায় মুরাদনগর উপজেলা জমিয়ত ‘তিন ভাই মিলে খুন করলেন কেন?’ বিস্মিত বিচারকের প্রশ্ন ‘মোশাররফ ঠাকুরের বক্তব্য অবমাননাকর, তাকে ক্ষমা চাইতে হবে’ নানুপুর মাদরাসার খতমে বুখারি ও দোয়া মাহফিল ১৬ জানুয়ারি ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল পিকআপ ভ্যান, দুই ভাইসহ নিহত ৩ ‘নিকাব নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যে মোশাররফ ঠাকুরকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে’ ভারতে পৌঁছালেন তালেবান-নিযুক্ত প্রথম কূটনীতিক, দিল্লি দূতাবাসে তোড়জোড়

ইমরান খানকে বিশ্বের সেরা মিথ্যাবাদী বললেন শাহবাজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে বিশ্বের সবচেয়ে বড় মিথ্যাবাদী বলেছেন দেশটির বর্তমান প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। মঙ্গলবার (৪ অক্টোবর) যুক্তরাজ্যের গণমাধ্যম গার্ডিয়ানকে এক সাক্ষাৎকারে ইমরানকে নিয়ে এমন মন্তব্য করেন শাহবাজ।

চরম অর্থনৈতিক সংকটে ধুঁকছে পাকিস্তান। চলতি মৌসুমে ইতিহাসের সবচেয়ে প্রলয়ংকরী বন্যায় বিপর্যস্ত হয়েছে দেশটি। এরইমধ্যে রাজনৈতিক অস্থিরতাও প্রকট। বিশেষ করে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের প্রধান ইমরান খানকে প্রধানমন্ত্রীর আসন থেকে হটানোর পর থেকেই চলছে অচলাবস্থা।

সাবেক প্রধানমন্ত্রী ইমরানের নীতি পাকিস্তানের অর্থনীতিকে ধ্বংস করেছে বলে অভিযোগ করেন বর্তমান প্রধানমন্ত্রী শাহবাজ। তিনি বলেন, পিটিআই চেয়ারম্যান ইমরান ব্যক্তিগত অ্যাজেন্ডা অনুযায়ী দেশ চালিয়েছেন।

শাহবাজ বলেন, পাকিস্তানের ইতিহাসে পিটিআই চেয়ারম্যানকে সবচেয়ে অনভিজ্ঞ, অপরিণত, অহংকারী ও আত্মকেন্দ্রিক রাজনীতিবিদ বলা যেতে পারে।

সাক্ষাৎকারে পিটিআই প্রধান ইমরানকে ‘প্রতারক’বলেও মন্তব্য করেন শাহবাজ। ইমরান কীভাবে পাকিস্তানের অভ্যন্তরীণ বিষয় ও বৈদেশিক ইস্যুতে ক্ষতি করেছেন, তার বিবরণ দেন শাহবাজ শরিফ।

প্রধানমন্ত্রী থাকাকালে ইমরানের একটি ফোনালাপ ফাঁস হয় গত সপ্তাহে। এ প্রসঙ্গে শাহবাজ শরিফ বলেন, ফাঁস হওয়া অডিওই প্রমাণ করে ইমরান খান পৃথিবীর সবচেয়ে বড় মিথ্যাবাদী। কথাটি আনন্দ নিয়ে বলছি না আমি, বরং বিব্রত ও উদ্বিগ্ন। ব্যক্তিগত স্বার্থে বলা এসব মিথ্যাচারে দেশের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে বিদেশেও।

চলতি বছরের ৯ এপ্রিল পাকিস্তানের পার্লামেন্টে বিরোধীদের অনাস্থা ভোটে ক্ষমতাচ্যুত হন ইমরান খান। তাকে ক্ষমতাচ্যুত করার নেপথ্যে যুক্তরাষ্ট্রের ষড়যন্ত্র রয়েছে বলে অভিযোগ তার দল পিটিআইয়ের। ইমরান খানকে ক্ষমতাচ্যুত করার পর শাহবাজের নেতৃত্বে দেশটিতে জোট সরকার গঠিত হয়েছে। ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই ইমরান সারা দেশে সমাবেশ ও লংমার্চ করে যাচ্ছেন। এতেই রাজনীতিতে ছড়িয়ে পড়েছে উত্তেজনা।

শাহবাজ অভিযোগ করেন, ক্ষমতা থেকে অপসারিত হওয়ার পর ইমরান খান বিপজ্জনকভাবে পাকিস্তানের ভোটারদের মেরুকরণে সমাজে বিষ ছড়াচ্ছেন। সারা দেশে সমাবেশ ও তাতে বক্তব্য দিয়ে অনুগত সমর্থকদের উত্তেজিত করে চলেছেন। ষড়যন্ত্রের তত্ত্ব প্রচার করছেন তিনি। বিশেষ করে আমার নেতৃত্বাধীন জোট সরকারকে দুর্নীতিগ্রস্ত বলে অভিযুক্ত করছেন। তিনি বলছেন, আমাদের সরকার নাকি পশ্চিম থেকে আমদানি করা। এ অবস্থায় দেশে নতুন নির্বাচন চাইছেন তিনি।

শাহবাজ বলেন, পাকিস্তান বর্তমানে একটি অভূতপূর্ব অর্থনৈতিক সঙ্কটের মধ্যে চলছে। ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি, আকাশচুম্বী বৈদেশিক ঋণ, বৈদেশিক মুদ্রার রিজার্ভ হ্রাস পেয়েছে। ইতিহাসের সবচেয়ে ভয়াবহ বন্যায় আক্রান্ত হওয়ায় দেশে ৩০ বিলিয়ন ডলারের ক্ষয়ক্ষতি হয়েছে। জলবায়ু সঙ্কট ও বিপর্যয়ের কারণে বন্যায় ১৬০০ জন মারা গেছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ