মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬ ।। ২৮ পৌষ ১৪৩২ ।। ২৪ রজব ১৪৪৭

শিরোনাম :
নির্বাচন ডাকাতি যেন আর কখনো না ঘটতে পারে সেই ব্যবস্থা করতে হবে গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হলে আর কখনও রাতের ভোট হবে না: আলী রীয়াজ এবার খামেনির পক্ষে ইরানের রাস্তায় লাখ লাখ মানুষ! কায়কোবাদকে ফের সংসদে দেখতে চায় মুরাদনগর উপজেলা জমিয়ত ‘তিন ভাই মিলে খুন করলেন কেন?’ বিস্মিত বিচারকের প্রশ্ন ‘মোশাররফ ঠাকুরের বক্তব্য অবমাননাকর, তাকে ক্ষমা চাইতে হবে’ নানুপুর মাদরাসার খতমে বুখারি ও দোয়া মাহফিল ১৬ জানুয়ারি ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল পিকআপ ভ্যান, দুই ভাইসহ নিহত ৩ ‘নিকাব নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যে মোশাররফ ঠাকুরকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে’ ভারতে পৌঁছালেন তালেবান-নিযুক্ত প্রথম কূটনীতিক, দিল্লি দূতাবাসে তোড়জোড়

জমে উঠেছে রিয়াদের আন্তর্জাতিক বইমেলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ওমানের সংস্কৃতি, ক্রীড়া ও যুব মন্ত্রণালয় রিয়াদে সৌদি আন্তর্জাতিক বইমেলা ২০২২-এ "মুসাহাফ ক্বারায়াত সাবা: সাত পন্থায় ক্বিরাতের সাথে কুরআন" শিরোনামের বিরল ঐতিহাসিক কুরআন উপস্থাপন করেছে।

এই প্রদর্শনীতে, ওমান স্পোর্টস অ্যান্ড ইয়ুথ "মাখতুতুস সেইরি ওয়াজ জাবাবাত” জীবনী ও উত্তর সম্বলিত হস্তলিখিত পাণ্ডুলিপি" শিরোনামের একটি বই আকারে সবচেয়ে উল্লেখযোগ্য ঐতিহাসিক পাণ্ডুলিপি উপস্থাপন করেছে এবং এই বইটিতে প্রবর্তিত কাজগুলি ৯০০ বছরেরও অধিক প্রাচীন।

এই মন্ত্রণালয় নিজস্ব বুথে "মুসাহাফু ক্বারায়াত সাবা: সাত পন্থায় ক্বিরাতের সাথে কুরআন" প্রদর্শন করেছে, যা ওমানের অন্যতম দুর্লভ পাণ্ডুলিপি।

পবিত্র কুরআনের এই সংস্করণটি হিজরির দ্বাদশ শতাব্দীর অন্যতম ক্যালিগ্রাফার "আব্দুল্লাহ বিন বশির আল-হাজরামি" দ্বারা লিখিত হয়েছিল এবং এতে সাত পন্থায় ক্বিরাত সহ কুরআনের সব কয়টি সূরা তুলে ধরা হয়েছে।

এই কুরআনের প্রতিটি পারা পৃষ্ঠাসমূহের বাম দিক থেকে শুরু হয়)। পবিত্র কুরআনের এই পাণ্ডুলিপিতে মোট ২৪০ পৃষ্ঠা রয়েছে এবং প্রতিটি পৃষ্ঠায় ১৫টি লাইন রয়েছে।
বলা হয়; আল-হাজরামি কুরআনের পৃষ্ঠা এবং লাইনের মধ্যে সামঞ্জস্য তৈরি করার ক্ষেত্রে দুর্দান্ত দক্ষতার অধিকারী ছিলেন এবং এই কুরআনটি একটি অনন্য উপায়ে লিখেছেন।

এই কুরআনের প্রতিটি পৃষ্ঠা আয়াতের প্রথম অংশ থেকে শুরু হয়েছে এবং প্রতি পৃষ্ঠার শেষে আয়াত শেষাংশ লেখা হয়েছে। প্রতি পৃষ্ঠায় প্রথম যে অক্ষরটি রয়েছে ঠিক সেই পৃষ্ঠার শেষের লাইনেরও প্রথম অক্ষরটি একই।

এই ধরনের সাদৃশ্য কুরআনের অন্যান্য পৃষ্ঠাগুলিতেও দেখা যায় এবং ওহীর শব্দের এই সংস্করণটির ভাল হাতের লেখা, স্পষ্টতা এবং সৌন্দর্য অনন্য। সৌদি বইমেলা ২০২২-এ ওমান প্যাভিলিয়ন ইতিহাস, সাহিত্য, আরবি ভাষা, আইনশাস্ত্র, দর্শন, চিকিৎসা এবং বিজ্ঞানের বিষয়ে সবচেয়ে বিখ্যাত ওমানি লেখকদের মূল্যবান গ্রন্থসমূহ তুলে ধরা হয়েছে। সূত্র: ইকনা

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ