মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫ ।। ৪ ভাদ্র ১৪৩২ ।। ২৫ সফর ১৪৪৭

শিরোনাম :
বিএনপি কি ইসলামপন্থীদের আস্থা হারাচ্ছে?  নোয়াখালীতে জিপিএ-৫ প্রাপ্ত ৩০০ শিক্ষার্থীকে সংবর্ধনা গণতন্ত্রকামী দলগুলোর মধ্যে দূরত্ব তৈরি হলে ফ্যাসিস্ট পুনর্বাসন হবে: তারেক রহমান ডাকসু নির্বাচনে প্রার্থী ৬৫৮ জন, হল সংসদে ১ হাজার ৪২৭ মাইলস্টোনের তিন শিক্ষক জাতির কাছে চিরস্মরণীয় হয়ে থাকবেন জুমার নামাজে না গেলে দুই বছরের দণ্ড হতে পারে  রাজনৈতিক ও অর্থনৈতিক মুক্তির জন্য নির্বাচন জরুরি: মির্জা ফখরুল সৌদি আরবে নতুন হজ কাউন্সেলর কামরুল ইসলাম তাওয়াফের সময় হাজরে আসওয়াদের সামনে দাঁড়িয়ে না থাকার নির্দেশ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আস সুন্নাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে ১০০০ বৃক্ষরোপণ

একজন পর্বতসম ব্যক্তিত্বের বিদায়‌

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাওলানা মুহাম্মাদ ইবরাহীম।।

শায়খ ড. ইউসুফ আল কারযাভি। বিশ্ববরেণ্য এক জ্ঞানবৃদ্ধ। বিদগ্ধ আলেমে দ্বীন। মুসলিম বিশ্বের ইসলামী চিন্তাবিদ। বিশ্বব্যাপী এ নামটি এক নামে পরিচিত এবং সুবিদিত। আধুনিক বিশ্বের জটিল মাসআলা সমাধানে তার অবদান অসামান্য।

তিনি আজ আর আমাদের মাঝে নেই। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বড় অসময়ে তিনি চলে গেলেন না ফেরার দেশে। একজন সাহসী ও প্রাজ্ঞ আলেমেদ্বীন ছিলেন। বাল্যকাল থেকেই ইসলামের একজন সক্রিয় কর্মী ছিলেন। হক কথা বলায় কারো রক্ত চক্ষুকে তোয়াক্কা করতেন না। এজন্য তাকে বার বার কারা নির্যাতন ভোগ করতে হয়েছে। নির্বাচিত হয়েছেন অনেক আগেই।জন্মভূমি মিশর হওয়া সত্ত্বেও জালিমের অত্যাচারে তাকে পাড়ি জমাতে হয় কাতারে। মৃত্যু অবধি এখানেই ছিলেন।

মধ্যপাচ্যসহ সারা বিশ্বের ইসলামী জাগরণে তার ভূমিকা অনন্য। ইসলামের স্বচ্ছতা তুলে ধরার ক্ষেত্রে তার লেখনি শক্তি ছিল অসামান্য। ইসলামী আন্দোলন, মানব জীবন, সামাজিক বিধান, রাজনীতি, অর্থনীতি, সংস্কৃতি, দর্শন সহ নানা দিক ও বিভাগ নিয়ে অসংখ্য কালোত্তীর্ণ গ্রন্থ ও রচনা তিনি লিখে গেছেন। যা বিশ্বব্যাপী তার পরিচিতিকে আরো বহুগুনে বাড়িয়ে দিয়েছে।

তার ব্যাপারে ব্যাপক জানাশোনা ও পরিচয় ঘটে তার লেখা বিখ্যাত গ্রন্থ "ইসলামের দৃষ্টিতে হালাল-হারাম" অধ্যয়নের মধ্য দিয়ে। আমাদের ইফতার দ্বিতীয় বর্ষের প্রথম সেমিস্টারে তা "দরসে" ছিল। তখন এই বইটি পড়ার সুযোগ হয়।

তার কিছু কিছু একক মত ছাড়া ইসলামের স্বচ্ছ রূপকে তুলে ধরার ক্ষেত্রে তার অবদান ভুলে যাওয়ার মত নয়। মুসলিম জাতির মাঝে তার কর্ম ও অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।

দুআ করি, মহান আল্লাহ তাআলা তাকে তার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত করে দিন। এবং তার ইন্তিকালে মুসলিম উম্মাহকে ধৈর্যধারণ করার তাওফিক দান করুন। আমীন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ