বুধবার, ২৭ আগস্ট ২০২৫ ।। ১২ ভাদ্র ১৪৩২ ।। ৪ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
‘নির্বাচনের রোডম্যাপ কালই ঘোষণা হতে পারে’ ‘একই স্থানে মসজিদ-মন্দিদের জমি প্রদান প্রমাণ করে বাংলাদেশ অসাম্প্রদায়িক দেশ’ আন্তর্জাতিক স্কলার্স সেমিনারে বাংলাদেশ ও ব্রিটেনের প্রতিনিধি ড. মাওলানা শুয়াইব আহমদ গাজীপুরে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত দাবি না মানা পর্যন্ত অবস্থান কর্মসূচি দিল প্রকৌশল শিক্ষার্থীরা জাতিসংঘের কার্যালয় স্বাধীন বাংলাদেশের জন্য হুমকি: জমিয়ত সভাপতি  ফ্যাসিবাদমুক্ত রাষ্ট্র গঠনে পিআর পদ্ধতির বিকল্প নেই : আহমদ আবদুল কাইয়ূম ধুপখোলা মাঠে দিনব্যাপী সিরাতুন্নবী মহাসম্মেলন শুক্রবার বদনজর ও কালো জাদু থেকে সুরক্ষার কোরআনি আমল নির্বাচনের রোডম্যাপ অনুমোদন ইসির, যে কোনো সময় প্রকাশ

দেশে মণিপুরি মুসলিমের সর্ববৃহৎ মসজিদ উদ্বোধন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রফিকুল ইসলাম জসিম মুসলিম উম্মাহর কাছে অত্যান্ত প্রিয় মসজিদ ইবাদতের জায়গা। যেখানে মহান রবের সৃষ্টির শুকরিয়া জানিয়ে দিনে পাঁচবার সিজদায় অবনত হন মুসলমানরা। আজ বাংলাদেশে বসবাসরত মনিপুরি মুসলমানদের মাঝে সর্ববৃহৎ নান্দনিক মসজিদ উদ্বোধন করা হয়েছে।

মৌলভীবাজারের কমলগঞ্জে আদমপুর ইউনিয়ন দক্ষিণ তিলকপুর গ্রামে অবস্থিত ‘দক্ষিণ তিলকপুর জামে মসজিদটি মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) বেলা ১১ ঘটিকায় মসজিদটি'র উদ্বোধন করেন হযরত মাওলানা শায়েখ নুরুল মুত্তাকীন জুনাইদ সাহেবজাদায়ে মাধবপুরী৷

দক্ষিণ তিলকপুর গ্রামবাসীর আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলাপ্রশাসকের কার্যালয়ের উপ-প্রশাসনিক কর্মকর্তা আলহাজ্ব হাফেজ মোঃ রেজাউল করিম ও ৭নং আদমপুর ইউনিয়নের দুই বারের চেয়ারম্যান মোঃ আবদাল হোসেন। এছাড়াও অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, হযরত মাওলানা সাহাব উদ্দিন তিলকপুরী ও হযরত মাওলানা মোঃ কামরুজ্জামান, মুফতি খুবাইব আহমেদ জাহাঙ্গীর প্রমুখ৷

প্রধান অতিথি হিসেবে মাওলানা শায়েখ নুরুল মুত্তাকীন জুনাইদ তার বক্তব্য বলেন, মজিদওয়ালা না হাওয়া পযন্ত আল্লাহওয়ালা হাওয়া যায় না৷ কোন মানুষ আল্লাহর ওলী হতে পারবে না যদি মসজিদের সাথে সম্পর্ক না রাখেন৷

তিনি আরো বলেন, মসজিদ আল্লাহর ঘর, এই আল্লাহর ঘর মসজিদ এ দক্ষিণ তিলকপুরের সম্পর্ক হলো ডাইরেক্ট কাবা শরীফের সাথে বায়তুল্লাহ সাথে সম্পর্ক। এটি কাবা শরীফের একটি শাখা৷ কাবা শরীফের অংশ। আল্লাহ ঘর মসজিদ বায়তুল্লাহ৷

এই মসজিদের সাথে যার সম্পর্ক হবে, বায়তুল্লাহ সাথে সম্পর্ক হবে, কাবা শরীফের সাথে হবে। বায়তুল্লাহ সাথে সম্পর্ক হলে বায়তুল্লাহর মালিক
আল্লাহতায়ালার সাথে সম্পর্ক হবে। সুতরাং আল্লাহর ওলী হতে চান, আল্লাহর আপন হতে চান তাহলে মসজিদের সাথে সম্পর্ক হন। আপনি যখন মসজিদ ওয়ালা হবে তখন আপনি আল্লাহওয়ালা হবে৷

পৃথিবীজুড়ে হাজারো লাখো দৃষ্টিনন্দন মসজিদ গড়ে উঠেছে মুসলিমদের স্বতঃস্ফূর্ত দানকৃত অর্থ-সম্পদে। তবে বাংলাদেশ অন্যতম একমাত্র ক্ষুদ্র নৃগোষ্ঠী মুসালমান হচ্ছে ‘মণিপুরি মুসলিম পাঙাল সম্প্রদায়’।

এ সম্প্রদায়ের মানুষেরা সিলেটের মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৩০টি গ্রামে প্রায় ১৫ হাজারের মতো বসবাস করেন। তাদের মধ্যে এই নব নির্মিত এই ‘দক্ষিণ তিলকপুর জামে মসজিদ সর্ববৃহৎ নান্দনিক বলে দাবী করেন মসজিদটির মহল্লার বাসিন্দারা।

দক্ষিণ তিলকপুর জামে মসজিদের সভাপতি ও ইউপি সদস্য মো হেলাল উদ্দিন জানান, তিলকপুর গ্রামবাসী ও মুন্সি বাজারে দুবাই প্রবাসী মো: করিম উদ্দিনের উদ্যোগে দুবাইয়ের শেখদের অর্থায়নে মসজিদ ভবনটি পেয়েছে আধুনিকতার ছোঁয়া।

মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মোঃ রমিজ উদ্দিন জানান, মসজিদে একসঙ্গে প্রায় ৬০০ জন মুসল্লি নামাজ আদায় করতে পারবে। ৫৬ ফুট দৈর্ঘ্য ও ৪৯ ফুট প্রস্থ বিশিষ্ট জায়গায় ৩০ শতাংশ জমি উপর নির্মিত মসজিদটিতে রয়েছে আধুনিক নির্মান শৈলী।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ