মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫ ।। ১৯ কার্তিক ১৪৩২ ।। ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
জুলাই আন্দোলনের অগ্রসেনানী নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলার নিন্দা ও প্রতিবাদ খুলনায় হাতপাখার সংসদ সদস্য প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটির জরুরি বৈঠক সার্বিক উন্নয়ন ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠায় কাজ করতে চাই: হাফিজ ফখরুল ইসলাম ফরিদপুরে স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থীর প্রচারণার গেট ও ব্যানার ভাঙচুর  জুলাই সনদের আইনি ভিত্তির জন্য নভেম্বরেই গণভোট দিতে হবে: এ টি এম মাছুম জামায়াত আমিরের আসনে বিএনপির প্রার্থী হলেন যিনি খালেদা জিয়াসহ ৯ নারী পেলেন বিএনপির মনোনয়ন ২৩৭ আসনে বিএনপির ধানের শীষ পেলেন যারা নাসিরুদ্দিন পাটওয়ারীর বিরুদ্ধে মামলায় মতিউর রহমান আকন্দ নিন্দা বস্ত্রহীন ঘুমানোর হুকুম কী ?

জনপ্রিয়তা পেয়েছে সালমান সাদীর ভিন্নধর্মী সংগীত ‘চাপাবাজ’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বর্তমান পৃথিবীতে বিশ্বস্ত মানুষ খুঁজে পাওয়া খুব দুষ্কর। সর্বত্র অসৎ ও মিথ্যাবাদী মানুষের ছড়াছড়ি। অফিস, আদালত, বাজার, ঘাট, রেস্টুরেন্ট, টিভির টকশো, রাজনীতির ময়দান এমনকি চায়ের দোকানেও ব্যাপক চর্চা হয় চাপাবাজির।

কেমন যেন যার চাপার জোর যত বেশি তার কদর ততই বেশি। আসলেই কি তাই? মোটেও নয়। মিথ্যাবাদী ও অসৎ মানুষ সবসময়ই সভ্য ও ভালো মানুষদের কাছে ঘৃণিত।

সমাজে প্রভাব বিস্তার করা ওইসব চাপাবাজ মানুষ নিয়ে ব্যাপক হাস্যরসে ভরা "মিস্টার চাপাবাজ" নাশিদ গেয়েছেন জাতীয় শিশু-কিশোর সাংস্কৃতিক সংগঠন কলরবের সালমান সাদী। গতকাল রাতে নাশিদটি হলিটিউনের ইউটিউব চ্যানেলে রিলিজ হয়েছে।

ইতিমধ্যে দর্শকদের মুখে মুখে মিস্টার চাপাবাজ সংগীত" সংগীতটির কথাগুলো লিখেছেন ইয়াসিন রুবেল। সুর করেছেন মুহাম্মাদ বদরুজ্জামান। অভিনয়ে আছেন আবু বকর কাজি, মোহাম্মদ ফতিক এবং দিপু।

মিস্টার চাপাবাজ নাশিদের শুরুতেই দেখা যায়, তিনজন চাপাবাজ একটি চায়ের দোকানে বসে চাপা ছাড়ছে। কে কার থেকে বড় চাপাটা ছাড়তে পারে, এই প্রতিযোগিতা যেন তাদের ভেতরে।

চাপা ছেড়ে তারা সমাজে চাপাবাজ হিসাবেই পরিচিতি পেয়েছে। ছোট বড় সব শ্রেণির মানুষ তাদের পেছনে মন্দ বলে। সমাজের বাস্তব চিত্র এই নাশিদে অত্যন্ত চমৎকারভাবে ফুটিয়ে তোলা হয়েছে। এতে সমশ্রেণির মানুষের জন্য বিনোদন যেমন রয়েছে, তেমন রয়েছে শিক্ষাও।

সালমান সাদী কুমিল্লার দাউদকান্দি থানার মালিগাঁও গ্রামে ১৯৯১ সালে ৫ জানুয়ারি জন্ম গ্রহণ করেন। ২০১৯ সালে মাদরাসা দারুল উলূম সানারপাড় থেকে দাওরায়ে হাদিস শেষ করেন তিনি। পরিবারে দুই ভাই এক বোন রয়েছে। ভাইবোনের মধ্যে সালমান বড়।

কলরবের যুগ্মনির্বাহী পরিচালক মুহাম্মদ বদরুজ্জামানের হাত ধরে ২০১৪ সালের নভেম্বরের ২৬ তারিখ কলরবে যোগ দেন।

"মিস্টার চাপাবাজ" ছাড়াও কলরবের ব্যানারে তার ছয়টি একক সঙ্গীত এবং তাওহিদ জামিলের সাথে দু'টি ডুয়েট সঙ্গীত রয়েছে। একক সঙ্গীতের তালিকায় "ঐ চাঁদ সূরুজ আর তারকা রাজি", "পৃথিবীতে আর কেহ নেই তোমার মত মা", "ভালোবাসা কই", "বারে বারে মনে হয়", "আমার জীবন আমার মরণ", "বনের জলে ভাসলো যে ঘরে'র মত চমৎকার সব সঙ্গীত রয়েছে। "মুহাম্মাদ রাসূল", "হৃদয়ের পাতায় তোমারি ছবি" এই দু'টি নাশিদ তাওহীদ জামিলের সাথে ডুয়েট গেয়েছেন সালমান।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ