বুধবার, ২৯ অক্টোবর ২০২৫ ।। ১৩ কার্তিক ১৪৩২ ।। ৭ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
জামিয়া দারুল আরকাম আল-ইসলামিয়া ইসলামিয়া ব্রাহ্মণবাড়িয়ায় ফুজালা ও আবনা সম্মেলন কাল প্রান্তিক মানুষদের পাশে বিত্তশালীদের দাঁড়ানোর আহ্বান ধর্ম উপদেষ্টার নির্বাচন বানচালের চেষ্টা হবে, সতর্ক থাকুন: প্রধান উপদেষ্টা মাদরাসা শিক্ষকদের ওপর পুলিশের লাঠিচার্জ-জলকামান, আহত ১৫ শিক্ষাব্যবস্থার পচন দূর করতে শুধু কমিশন করে কোনো লাভ হবে না: পরিকল্পনা উপদেষ্টা জুলাই সনদ রাজনৈতিক ফাঁকা বুলি নয়, এর আইনি ভিত্তি চাই: নাসীরুদ্দীন পাটওয়ারী গ্রিন টি না কি লাল চা, কোনটিতে উপকার বেশি আজ আল্লামা নিয়াজ মাখদূম খোতানী আত-তুর্কিস্তানী (রহ.) এর ওফাত বাংলাদেশ ব্যাংকের শরিয়া বোর্ডের সদস্য হলেন মুফতি ইউসুফ সুলতান খাগড়াছড়িতে হেফাজতে ইসলামের প্রতিবাদী মানববন্ধন

ওমরাহকারীদের জন্য মক্কা-মদিনায় উচ্চগতির ট্রেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: মক্কা ও মদিনায় যাতায়াতে সময় লাগবে মাত্র দুই ঘণ্টা ২০ মিনিট। উচ্চগতিসম্পন্ন হারামাইন ট্রেনে যেতে পারবেন ওমরাহযাত্রীরা।

ঘণ্টায় তিন শ কিলোমিটারের বেশি গতিতে ছুটবে এ ট্রেন। দ্রুততর সময়ে গন্তব্যে পৌঁছতে সমন্বিত পরিবহন নেটওয়ার্কের অংশ হিসেবে এ ট্রেন চালু করা হয়।

সৌদি সংবাদ মাধ্যম আরব নিউজ সূত্রে জানা যায়, উচ্চগতিসম্পন্ন হারামাইন এক্সপ্রেস ট্রেনে বিজনেস ও ইকোনমি ক্লাসে চার শজনেরও বেশি যাত্রী বহনের ব্যবস্থা রয়েছে।

৪৪৯ কিলোমিটার দীর্ঘ পথে এই ট্রেনে যাতায়াতের টিকিট মূল্য ৪০ রিয়াল (১০ ডলার) থেকে ১৫০ রিয়াল (৪০ ডলার) পর্যন্ত। ট্রেনটি জেদ্দায় কিং আবদুল আজিজ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এবং কিং আবদুল্লাহ ইকোনমিক সিটিতে যাত্রা বিরতি দেবে।

জানা যায়, ২০০৯ সালে হাইস্পিড ট্রেন প্রকল্পের কাজ শুরু হয়। ২০১৮ সালের ২৫ সেপ্টেম্বর তা আনুষ্ঠানিকভাবে চলাচল শুরু করে। এরপর ১১ অক্টোবর সবার জন্য তা উন্মুক্ত হয়।

প্রতিবছর এ ট্রেনে ৬০ মিলিয়ন যাত্রী পরিবহনের আশা করা হয়। সড়কপথের যানজট এড়াতে এ ট্রেনে ৩-৪ মিলিয়ন হজ ও ওমরাহযাত্রী যাতায়াত করেন। ২০২০ সালের ২০ মার্চ কভিড-১৯ মহামারি প্রাদুর্ভাবে ট্রেনের কার্যক্রম দীর্ঘ এক বছর বন্ধ ছিল। ২০২১ সালের ৩১ মার্চ পুনরায় এর চলাচল শুরু হয়।

সৌদি আরবে অবস্থানকালে বিশ্বের যেকোনো দেশের কেউ ওমরাহ পালনের সুযোগ পাবেন। দেশটির হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয়ের ভিসা স্কিমে এ অনুমোদন দেওয়া হয়। সৌদি ভিশন ২০৩০ বাস্তবায়নে ঝামেলামুক্ত পরিবেশে সংস্কৃতি ও ধর্মীয় অভিজ্ঞতা অর্জনে ওমরাহ পালনের সুযোগ দেওয়া হয়।

তা ছাড়া ওমরাহযাত্রীদের নিজেদের প্রয়োজনীয় পরিবহন ব্যবস্থাপনার জন্য মাকাম প্ল্যাটফর্ম (maqam.gds.haj.gov.sa) ব্যবহারের পরামর্শ দেওয়া হয়। তা ছাড়া করোনাবিষয়ক চিকিৎসার জন্য স্বাস্থ্য বীমার শর্তারোপ করা হয়। সূত্র: আরব নিউজ

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ