শুক্রবার, ২২ আগস্ট ২০২৫ ।। ৬ ভাদ্র ১৪৩২ ।। ২৮ সফর ১৪৪৭

শিরোনাম :
সীমান্তে ৫ বাংলাদেশি নারীকে ফেরত দিল বিএসএফ কেন্দুয়ায় বাংলাদেশ খেলাফত মজলিস প্রার্থীর আলোচনা সভা আগে সংবিধান সংশোধন, তারপর জাতীয় নির্বাচন: আখতার পাঠ্যবইয়ে গণহত্যাকারীদের তালিকায় থাকবে শেখ হাসিনার নাম: আসিফ মাহমুদ নির্বাচনের আগে অবশ্যই সংস্কার হতে হবে: শায়খে চরমোনাই রাজনীতি দিয়ে রাজনীতি মোকাবিলা করুন: তারেক রহমান মহানবী (সা.)-এর সিরাতই তরুণদের চরিত্র গঠনের রোল মডেল : ধর্ম উপদেষ্টা ইনসাফ ফাউন্ডেশনের আত্মপ্রকাশ উপলক্ষে পরামর্শ সভা অনুষ্ঠিত ফেব্রুয়ারিতেই নির্বাচন, পরবর্তী সরকারের কোনো পদে থাকছি না: প্রধান উপদেষ্টা জাতিসংঘের সন্ত্রাসী তালিকায় কেবল মুসলিমদের নাম: পাকিস্তান

ভারতে মাদরাসাগুলোর জরিপ: মুহতামিমদের সম্মেলন থেকে ১০ নির্দেশনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাওলানা তাওহীদ আদনান কাসেমী নদভী।।

সরকারি স্বীকৃতিহীন মাদরাসাগুলি নিয়ে সমীক্ষার নির্দেশ জারির কারণে আজ রোববার (১৮ সেপ্টেম্বর) দেশের উল্লেখযোগ্য সকল মাদরাসার মুহতামিমদের নিয়ে একটি জরুরি সম্মেলন অনুষ্ঠিত হয়।

সামনের দিনগুলোতে মাদারাসা পরিচালনা পদ্ধতির বিষয়ে গুরুত্বপূর্ণ কিছু দিকনির্দেশনা দেন দারুল উলুম দেওবন্দের সদরুল মুদাররিসিন সাইয়্যিদ আরশাদ মাদানি।

এক. শিশুদের অধিকারের কথা মাথায় রেখে ছাত্রদের মারধরের পদ্ধতি আজ থেকে বন্ধ করতে হবে। না হলে মাদরাসাগুলোকে নিরাপদ রাখা সম্ভব হবে না।

দুই. মাদরাসায় স্বাস্থ্যকর পরিবেশের যত্ন নিতে হবে, বাথরুম ও টয়লেট পরিষ্কার রাখতে হবে এবং প্রয়োজনে স্থায়ী লোক নিয়োগ করতে হবে।

তিন. উচ্চ মাধ্যমিক পর্যন্ত আধুনিক শিক্ষা সকল মাদরাসায় বাধ্যতামূলক করতে হবে। দারুল উলূম দেওবন্দও আগামী বছর থেকে শুরু করবে, ইনশাআল্লাহ।

চার. মাদারিসে ইসলামিয়ার আর্থিক হিসাব-নিকাশের ক্ষেত্রে স্বচ্ছতা বিবেচনায় আনতে হবে। নিজস্বভাবে একটি বার্ষিক অডিট পরিচালনা করতে হবে। আগামী বছর থেকে মাদরাসাগুলোতে দারুল উলূম দেওবন্দের প্রতিনিধিরাও বিভিন্ন সময়ে হিসাব পর্যালোচনা করবে।

পাঁচ. মাদারাসার জমি ও সম্পত্তির কাগজপত্র স্থিতিশীল রাখতে হবে এবং এ ব্যাপারে একেবারেই গাফিলতি করা যাবে না৷

ছয়. সাম্প্রতিক জরিপ দেখে আতঙ্কিত হওয়া যান না, তবে জরিপ প্রতিনিধির সাথে বিনয়ী থাকতে হবে এবং প্রয়োজনীয় তথ্য সরবরাহ করতে হবে।

সাত. দেশের যেমন আধুনিক শিক্ষিত মানুষের প্রয়োজন তেমনি জাতিরও প্রয়োজন একজন ভালো আলেম ও মুফতি। একজন ভালো হাফেজ ও ক্বারীর। একজন ভালো ইমাম ও মুয়াজ্জিনের এবং একজন ভালো ধর্মীয় নেতার।

আট. শরীয়তের সীমার মধ্যে থেকে বৈধ বিষয়ে সরকারকে সহযোগিতা করতে হবে, প্রতিযোগিতার পরিবেশ সৃষ্টি হতে দেওয়া যাবে না।

নয়. মাদারিসে ইসলামিয়ার কর্মকর্তাদের এবং সংশ্লিষ্টদের সাহস ও পারস্পরিক সহযোগিতা বজায় রাখতে হবে৷

দশ. মাদরাসা ইসলামিয়ার সাথে সংশ্লিষ্ট সকলকে আল্লাহর প্রতি মুতাওয়াজ্জুহ থাকতে হবে৷

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ