সোমবার, ১২ জানুয়ারি ২০২৬ ।। ২৮ পৌষ ১৪৩২ ।। ২৩ রজব ১৪৪৭

শিরোনাম :
নির্বাচন ডাকাতি যেন আর কখনো না ঘটতে পারে সেই ব্যবস্থা করতে হবে গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হলে আর কখনও রাতের ভোট হবে না: আলী রীয়াজ এবার খামেনির পক্ষে ইরানের রাস্তায় লাখ লাখ মানুষ! কায়কোবাদকে ফের সংসদে দেখতে চায় মুরাদনগর উপজেলা জমিয়ত ‘তিন ভাই মিলে খুন করলেন কেন?’ বিস্মিত বিচারকের প্রশ্ন ‘মোশাররফ ঠাকুরের বক্তব্য অবমাননাকর, তাকে ক্ষমা চাইতে হবে’ নানুপুর মাদরাসার খতমে বুখারি ও দোয়া মাহফিল ১৬ জানুয়ারি ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল পিকআপ ভ্যান, দুই ভাইসহ নিহত ৩ ‘নিকাব নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যে মোশাররফ ঠাকুরকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে’ ভারতে পৌঁছালেন তালেবান-নিযুক্ত প্রথম কূটনীতিক, দিল্লি দূতাবাসে তোড়জোড়

পা দিয়ে লিখে এসএসসি পরীক্ষা দিচ্ছে মানিক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক:  কুড়িগ্রামের ফুলবাড়িতে পা দিয়ে লিখে এবারে এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে মানিক রহমান (১৬)। আজ বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে বাংলা প্রথমপত্র পরীক্ষা দিয়েছে সে।

মানিক উপজেলার চন্দ্রখানা গ্রামের মিজানুর রহমান-মরিয়ম দম্পতি ছেলে। সে উপজেলার ফুলবাড়ী জছি মিঞা মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে।

জানা গেছে, অদম্য মেধাবী শারীরিক প্রতিবন্ধী মানিক রহমানের দুই হাত না থাকায় ছোটবেলা থেকে পা দিয়ে লিখে আসছে। সে পা দিয়ে লিখেই জেএসসি পরীক্ষায়ও জিপিএ-৫ পেয়েছে। এবারো একইভাবে এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে সে।

মানিক রহমান বলে, আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাকে সুস্থ রাখেন। আমি লেখাপড়া শেষ করে কম্পিউটার ইঞ্জিনিয়ার হতে চাই।

মানিকের মা মরিয়ম বেগম বলেন, ছেলে জন্ম থেকেই শারীরিক প্রতিবন্ধী। লেখাপড়ায় তার খুব আগ্রহ। আমরা সব ধরনের সহযোগিতা করছি তাকে। তার স্বপ্ন লেখাপড়া শেষ করে সে কম্পিউটার ইঞ্জিনিয়ার হবে।

তার বাবা মিজানুর রহমান বলেন, দুই ছেলের মধ্যে মানিক বড়। জন্মের পর থেকেই সে শারীরিক প্রতিবন্ধী। ছোট থেকেই তাকে পা দিয়ে লেখার অভ্যাস তৈরি করি। রেজাল্ট ভালো করলে নিজেকে গর্ববোধ মনে করি।

ফুলবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রের সুপার মো. মশিউর রহমান বলেন, মানিক রহমান ছাত্র হিসেবে খুবই ভালো। সে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে। ভালোভাবেই সে পরীক্ষা দিচ্ছে। তার পায়ের লেখা দেখে কারও বোঝার উপায় নেই যে সে প্রতিবন্ধী।

এবার জেলার ৯ উপজেলায় ৫৭ কেন্দ্রে ২৭ হাজার ১৫১ জন পরীক্ষায় অংশ নিচ্ছে। এর মধ্যে মাধ্যমিকে ৩৪ কেন্দ্রে ১৮ হাজার ৮৩৯ জন, ভোকেশনালে ১১ কেন্দ্রে ২ হাজার ৭৫৭ জন ও মাদরাসায় ১২ কেন্দ্রে ৫ হাজার ৫৫৫ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ