বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫ ।। ৬ কার্তিক ১৪৩২ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
এক লাফে ভরিতে ৮৩৮৬ টাকা কমল স্বর্ণের দাম জুলাই সনদ বাস্তবায়নে নভেম্বরে গণভোট চায় জামায়াতে ইসলামী ১৮তম জাতীয় তাফসিরুল কুরআন মাহফিল ২০ ও ২১ নভেম্বর ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞা চেয়ে বিশ্বের প্রভাবশালী ইহুদিদের চিঠি  গণভোট নিয়ে বিএনপির বিরুদ্ধে জটিলতা তৈরির অভিযোগ জামায়াতের ‘পাঁচ দফা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে’ জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে বিশেষজ্ঞদের সাথে ঐকমত্য কমিশনের সভা শিশু-কিশোরদের সুরক্ষা দিতে ছয় দফা সুপারিশ চিকিৎসকদের  ধর্মীয় অনুভূতিতে আঘাত, কারাগারে অভিযুক্ত বুয়েট শিক্ষার্থী  ওআইসি সদস্য দেশগুলোকে একসঙ্গে কাজ করার আহ্বান উপদেষ্টা রিজওয়ানার

স্বর্ণযুগের খানাকাহি উত্তরাধিকার: উবায়দুর রহমান খান নদভী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাওলানা উবায়দুর রহমান খান নদভী।।

প্রথম সারির তাবেয়ি হযরত হাসান বসরি রহ. তার বিশেষ ভক্ত মুরিদ হাসান ইবনু আলী আস সুলামিকে এসব অমূল্য উপদেশ দিয়েছিলেন।

এক. অবশ্যই কথা কম বলবে, এতে তোমার অন্তরে বিনম্রতার সৌন্দর্য্য আসবে। কম কথা বলার গুণটি মানুষের ব্যক্তিত্ব আর অন্তরে প্রজ্ঞা তৈরি করে।
দুই. দীর্ঘ সময় মৌনতা অবলম্বন করবে, আল্লাহর স্মরণ ও ভাবনাময় এই নীরবতা তোমার মনে মহৎ গুণেভরা সাধুতা সৃষ্টি করবে।
তিন. কখনোই দুনিয়ার প্রতি প্রলুব্ধ হবে না। ধ্বংসশীল দুনিয়া ধোকার বস্তু। এটি লালায়িত হওয়ার যোগ্য নয়।
চার. কারো প্রতি হিংসা-বিদ্বেষ পোষণ করো না, এর ফলে তোমার বুদ্ধি ও চিন্তাশক্তি বিনষ্ট হয়ে যাবে।

পাঁচ. মানুষের ব্যাপারে মন্দ মন্তব্য করো না, তাহলে তুমিও মানুষের কটূক্তি থেকে নিরাপদ থাকবে।
ছয়. স্নেহশীল, উদার, ক্ষমাশীল, দয়ালু হও, মানুষ তোমাকে ভালোবাসবে।
সাত. তোমাকে যতটুকু যা আল্লাহ দিয়েছেন, আল্লাহর সিদ্ধান্ত মনে করে তাতেই সন্তুষ্ট হয়ে যাও, তুমি সবচেয়ে ধনবান হয়ে যাবে।
আট. নিজের সবকাজে আল্লাহর ওপর ভরসা রাখো, জীবনে শক্তিশালী হয়ে থাকবে।

নয়. পার্থিব কোনো বিষয় নিয়ে দুনিয়ার কারো সাথে লাগতে যেওনা, এতে আল্লাহ তোমাকে ভালোবাসবেন এবং দুনিয়ার মানুষও তোমাকে পছন্দ করবে।
দশ. বিনয়ের সাথে সবাইকে নিজের চেয়ে বড় ও গুরুত্বপূর্ণ মনে করতে শেখো, অহংকার থাকবে না। এতেই তুমি আত্মশুদ্ধির চরম শিখরে পৌঁছে যাবে।
এগারো. নির্বিবাদী প্রশান্ত দীনি জীবন যাপন কর, মালিকের ইচ্ছায় আকাশ ও প্রকৃতির সবদিক থেকে তোমাকে সুস্থ নিরাপদ শান্তিময় জীবনের সওগাত প্রদান করা হবে।

(লেখকের ফেসবুক ওয়াল থেকে নেওয়া)


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ