বুধবার, ০৭ জানুয়ারি ২০২৬ ।। ২৩ পৌষ ১৪৩২ ।। ১৮ রজব ১৪৪৭

শিরোনাম :
পাক সেনাবাহিনীকে দায়িত্বশীল ও পরিমিত ভাষা ব্যবহারের আহ্বান জানাল আফগানিস্তান ইত্তিহাদুল উলামা বাড্ডার উদ্যোগে ঐতিহাসিক সীরাত মাহফিল ৯ জানুয়ারি আফগানিস্তানের সৌরবিদ্যুৎ প্রকল্পে বিনিয়োগে আগ্রহ তুর্কি কোম্পানিগুলোর  শাইখ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টারের খতমে বুখারী ও দোয়া মাহফিল ১২ জানুয়ারি শীতে কেন উপকারী খেজুর গুড় জকসু নির্বাচনে চার কেন্দ্রের শীর্ষ তিন পদে এগিয়ে শিবির জেলা দায়িত্বশীলদের প্রতি জমিয়তের একগুচ্ছ নির্দেশনা ‘জামায়াত আমিরের বক্তব্য অজ্ঞতার শামিল, তওবা করা উচিত’ গণভোটের প্রচারে যুক্ত করা হচ্ছে ইমামসহ অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানকে  বাংলাদেশি সন্দেহে ভারতে ৮ মুসলিমকে মারধর

স্বর্ণযুগের খানাকাহি উত্তরাধিকার: উবায়দুর রহমান খান নদভী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাওলানা উবায়দুর রহমান খান নদভী।।

প্রথম সারির তাবেয়ি হযরত হাসান বসরি রহ. তার বিশেষ ভক্ত মুরিদ হাসান ইবনু আলী আস সুলামিকে এসব অমূল্য উপদেশ দিয়েছিলেন।

এক. অবশ্যই কথা কম বলবে, এতে তোমার অন্তরে বিনম্রতার সৌন্দর্য্য আসবে। কম কথা বলার গুণটি মানুষের ব্যক্তিত্ব আর অন্তরে প্রজ্ঞা তৈরি করে।
দুই. দীর্ঘ সময় মৌনতা অবলম্বন করবে, আল্লাহর স্মরণ ও ভাবনাময় এই নীরবতা তোমার মনে মহৎ গুণেভরা সাধুতা সৃষ্টি করবে।
তিন. কখনোই দুনিয়ার প্রতি প্রলুব্ধ হবে না। ধ্বংসশীল দুনিয়া ধোকার বস্তু। এটি লালায়িত হওয়ার যোগ্য নয়।
চার. কারো প্রতি হিংসা-বিদ্বেষ পোষণ করো না, এর ফলে তোমার বুদ্ধি ও চিন্তাশক্তি বিনষ্ট হয়ে যাবে।

পাঁচ. মানুষের ব্যাপারে মন্দ মন্তব্য করো না, তাহলে তুমিও মানুষের কটূক্তি থেকে নিরাপদ থাকবে।
ছয়. স্নেহশীল, উদার, ক্ষমাশীল, দয়ালু হও, মানুষ তোমাকে ভালোবাসবে।
সাত. তোমাকে যতটুকু যা আল্লাহ দিয়েছেন, আল্লাহর সিদ্ধান্ত মনে করে তাতেই সন্তুষ্ট হয়ে যাও, তুমি সবচেয়ে ধনবান হয়ে যাবে।
আট. নিজের সবকাজে আল্লাহর ওপর ভরসা রাখো, জীবনে শক্তিশালী হয়ে থাকবে।

নয়. পার্থিব কোনো বিষয় নিয়ে দুনিয়ার কারো সাথে লাগতে যেওনা, এতে আল্লাহ তোমাকে ভালোবাসবেন এবং দুনিয়ার মানুষও তোমাকে পছন্দ করবে।
দশ. বিনয়ের সাথে সবাইকে নিজের চেয়ে বড় ও গুরুত্বপূর্ণ মনে করতে শেখো, অহংকার থাকবে না। এতেই তুমি আত্মশুদ্ধির চরম শিখরে পৌঁছে যাবে।
এগারো. নির্বিবাদী প্রশান্ত দীনি জীবন যাপন কর, মালিকের ইচ্ছায় আকাশ ও প্রকৃতির সবদিক থেকে তোমাকে সুস্থ নিরাপদ শান্তিময় জীবনের সওগাত প্রদান করা হবে।

(লেখকের ফেসবুক ওয়াল থেকে নেওয়া)


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ