সোমবার, ১২ জানুয়ারি ২০২৬ ।। ২৮ পৌষ ১৪৩২ ।। ২৩ রজব ১৪৪৭

শিরোনাম :
নির্বাচন ডাকাতি যেন আর কখনো না ঘটতে পারে সেই ব্যবস্থা করতে হবে গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হলে আর কখনও রাতের ভোট হবে না: আলী রীয়াজ এবার খামেনির পক্ষে ইরানের রাস্তায় লাখ লাখ মানুষ! কায়কোবাদকে ফের সংসদে দেখতে চায় মুরাদনগর উপজেলা জমিয়ত ‘তিন ভাই মিলে খুন করলেন কেন?’ বিস্মিত বিচারকের প্রশ্ন ‘মোশাররফ ঠাকুরের বক্তব্য অবমাননাকর, তাকে ক্ষমা চাইতে হবে’ নানুপুর মাদরাসার খতমে বুখারি ও দোয়া মাহফিল ১৬ জানুয়ারি ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল পিকআপ ভ্যান, দুই ভাইসহ নিহত ৩ ‘নিকাব নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যে মোশাররফ ঠাকুরকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে’ ভারতে পৌঁছালেন তালেবান-নিযুক্ত প্রথম কূটনীতিক, দিল্লি দূতাবাসে তোড়জোড়

বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগে কলেজের শিক্ষক-শিক্ষিকা বহিষ্কার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগে নীলফামারী সদর উপজেলার চাঁদের হাট ডিগ্রি কলেজের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক ও জীববিদ্যা বিভাগের এক প্রদর্শককে সাময়িক বহিষ্কার করেছে কলেজ কর্তৃপক্ষ।

গত ৩১ আগস্ট তাদের বহিষ্কার করা হয়েছে। গতকাল শনিবার (১০ সেপ্টেম্বর) বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন চাঁদের হাট ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. সহিদুল ইসলাম।

কলেজ সূত্রে জানা গেছে, কলেজের জীববিদ্যা বিভাগের নারী শিক্ষিকার সঙ্গে দীর্ঘদিন ধরে বিবাহবহির্ভূত সম্পর্ক চলছিল সহকারী অধ্যাপকের। এ ঘটনার প্রমাণ পেয়েছে কলেজ কর্তৃপক্ষ।

এর আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তাদের সম্পর্কের একটি ভিডিও ছড়িয়ে পড়ে। এতে কলেজের অভিভাবক ও শিক্ষার্থীদের মাঝে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। এ নিয়ে প্রথমে তাদের সতর্ক করেছিল কলেজ কর্তৃপক্ষ। কিন্তু একই কাজ চালিয়ে যাওয়ায় তাদের বহিষ্কার করা হয়।

তবে বহিষ্কৃত শিক্ষিকা বলেছেন, ‘আমরা অনেক আগেই গোপনে বিয়ে করেছি। বিষয়টি কেউ না জানায় বিশৃঙ্খলার ‍সৃষ্টি হয়েছে।’

বহিষ্কৃত সহকারী অধ্যাপক বলেন, ‘আমার প্রথম স্ত্রী বিষয়টি মেনে নিতে না পারায় বিশৃঙ্খলার সৃষ্টি করেছিল। আমরা বিয়ে করেছি, এটা অনেকে জানে না।’

চাঁদের হাট ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. সহিদুল ইসলাম বলেন, ‘লেখাপড়া থেকে শুরু করে সব বিষয়ে আমাদের কলেজের সুনাম রয়েছে। কলেজের সুনাম রক্ষার ক্ষেত্রে কোনও অনৈতিক কর্মকাণ্ড মেনে নেওয়া হবে না।’

বহিষ্কারের নোটিশে বলা হয়েছে, ‘বিবাহবহির্ভূত সম্পর্কের কারণে কলেজের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক ও জীববিদ্যা বিভাগের প্রদর্শককে সাময়িক বহিষ্কার করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বহিষ্কারাদেশ বলবৎ থাকবে।’

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ