সোমবার, ১২ জানুয়ারি ২০২৬ ।। ২৮ পৌষ ১৪৩২ ।। ২৩ রজব ১৪৪৭

শিরোনাম :
নির্বাচন ডাকাতি যেন আর কখনো না ঘটতে পারে সেই ব্যবস্থা করতে হবে গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হলে আর কখনও রাতের ভোট হবে না: আলী রীয়াজ এবার খামেনির পক্ষে ইরানের রাস্তায় লাখ লাখ মানুষ! কায়কোবাদকে ফের সংসদে দেখতে চায় মুরাদনগর উপজেলা জমিয়ত ‘তিন ভাই মিলে খুন করলেন কেন?’ বিস্মিত বিচারকের প্রশ্ন ‘মোশাররফ ঠাকুরের বক্তব্য অবমাননাকর, তাকে ক্ষমা চাইতে হবে’ নানুপুর মাদরাসার খতমে বুখারি ও দোয়া মাহফিল ১৬ জানুয়ারি ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল পিকআপ ভ্যান, দুই ভাইসহ নিহত ৩ ‘নিকাব নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যে মোশাররফ ঠাকুরকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে’ ভারতে পৌঁছালেন তালেবান-নিযুক্ত প্রথম কূটনীতিক, দিল্লি দূতাবাসে তোড়জোড়

কুমিল্লা থেকে ‘হিজরতে’ যাচ্ছিল আরও ৪ কিশোর, ফিরিয়েছে র‌্যাব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: কুমিল্লা থেকে একই সময়ে রহস্যজনকভাবে সাত তরুণ ঘর ছাড়ার পর আরও চার কিশোর তাদের পথ ধরেছিল বলে জানিয়েছে এলিট ফোর্স র‌্যাব। তবে সংস্থাটির তৎপরতায় তাদের ফেরানো সম্ভব হয়েছে। এরই মধ্যে ওই চার কিশোরকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তারা কম বয়সি হওয়ায় তাদের নাম প্রকাশ করেনি র‌্যাব।

র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, ‘২৩ আগস্ট কুমিল্লা থেকে সাত তরুণ রহস্যজনক নিখোঁজের দুদিন পর পরিবারগুলো তাদের কাছে অভিযোগ জানান। এরপরই র‌্যাবের গোয়েন্দা শাখা তাদের বিষয়ে তদন্ত শুরু করে। তদন্তে নেমে দেখা যায়, ওই সাতজন জঙ্গিবাদে উদ্বুদ্ধ হয়ে ঘর ছেড়েছে। তাদের মতো আরও চার কিশোর ঘর ছাড়ার প্রস্তুতি নিচ্ছিল। যদিও তাদের ঠেকানো গেছে।’

কমান্ডার মঈন বলেন, ‘গত ৬ সেপ্টেম্বর চার কিশোরকেই তাদের পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে। তবে র‌্যাব সব সময় এদের দিকে নজরদারি অব্যাহত রাখবে।’

এর আগে গত ২৩ আগস্ট কুমিল্লার বিভিন্ন এলাকা থেকে সরতাজ ইসলাম ওরফে নিলয়, মো. ইমতিয়াজ আহম্মেদ ওরফে রিফাত, নিহাল আবদুল্লাহ, আমিনুল ইসলাম ওরফে আল আমিন, ইমরান বিন রহমান ওরফে শিথিল, আস সামী ও হাসিবুল ইসলাম হিজরতের উদ্দেশ্যে ঘর ছাড়েন। আজ ১০ সেপ্টেম্বর পর্যন্ত তাদের সন্ধান মেলেনি। তাদের অবস্থান শনাক্তে পুলিশের জঙ্গিবিরোধী বিশেষায়িত ইউনিটগুলো তৎপরতা চালিয়ে যাচ্ছে। এরই মধ্যে আরও চার কিশোরের ঘর ছাড়ার প্রস্তুতির কথা জানা গেল।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ