সোমবার, ১২ জানুয়ারি ২০২৬ ।। ২৮ পৌষ ১৪৩২ ।। ২৩ রজব ১৪৪৭

শিরোনাম :
নির্বাচন ডাকাতি যেন আর কখনো না ঘটতে পারে সেই ব্যবস্থা করতে হবে গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হলে আর কখনও রাতের ভোট হবে না: আলী রীয়াজ এবার খামেনির পক্ষে ইরানের রাস্তায় লাখ লাখ মানুষ! কায়কোবাদকে ফের সংসদে দেখতে চায় মুরাদনগর উপজেলা জমিয়ত ‘তিন ভাই মিলে খুন করলেন কেন?’ বিস্মিত বিচারকের প্রশ্ন ‘মোশাররফ ঠাকুরের বক্তব্য অবমাননাকর, তাকে ক্ষমা চাইতে হবে’ নানুপুর মাদরাসার খতমে বুখারি ও দোয়া মাহফিল ১৬ জানুয়ারি ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল পিকআপ ভ্যান, দুই ভাইসহ নিহত ৩ ‘নিকাব নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যে মোশাররফ ঠাকুরকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে’ ভারতে পৌঁছালেন তালেবান-নিযুক্ত প্রথম কূটনীতিক, দিল্লি দূতাবাসে তোড়জোড়

পঞ্চগড়ে কবরস্থান থেকে কঙ্কাল চুরি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার একটি কবরস্থান থেকে সাতটি কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে। ঘটনায় জড়িতদের দ্রুত চিহ্নিত করে আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

আজ মঙ্গলবার (০৬ সেপ্টেম্বর) সকালে জেলার আটোয়ারী উপজেলায় (বোদা পৌরসভার আওতায় থাকা এলাকা) সাতখামার ঝলঝলি গোরস্থানে এ ঘটনা ঘটে।

জানা গেছে, মঙ্গলবার সকালে স্থানীয় সামসুল হক বিভিন্ন কবরের পাশে কুকুর চলাফেরা করতে দেখে এগিয়ে যান। এ সময় কয়েকটি কবরের মাটি খুঁড়ে রাখা ও বাঁশ অন্যত্র দেখতে পান। পরে খবরটি ছড়িয়ে পড়লে উৎসুক জনতা সেখানে ভিড় জমান। এ সময় ১০টি কবর খোঁড়া অবস্থায় পান স্থানীয়রা। থানা পুলিশকে খবর দেওয়ার পর ফাঁকা কবরগুলোতে মৃতের স্বজনরা মাটি চাপা দেন।

স্থানীয়রা বলেন, এটি একটি নেক্কারজনক ঘটনা। দুনিয়াতে তো দূরে থাক, মরার পরেও এখন শান্তি নাই। জেলাতে প্রায়ই কঙ্কাল চুরির ঘটনা ঘটছে। অপরাধীদের দ্রুত চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি চাই আমরা।

এদিকে কবরস্থানের সুরক্ষার জন্য রাষ্ট্রিয় ও স্থানীয়ভাবে পাহারা দেওয়া দরকার বলে মনে করছেন স্থানীরা।

আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে খুড়েঁ রাখা ১০টি কবর পেয়েছি। এর মধ্যে তিনটিতে রেখে কঙ্কাল থাকলেও বাকি সাতটি কবর থেকে কঙ্কাল চুরি হয়েছে। একইসঙ্গে কবরগুলোর পাশে কিছু ব্যবহৃত কাপড় পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে সেগুলো চোরের কাপড়।

তিনি আরও জানান, কবরস্থানে বাড়তি সতর্কতার জন্য গোরস্থান কমিটির সঙ্গে কথা বলা হয়েছে। সেখানে ক্লোজ সার্কিট ক্যামেরার (সিসিটিভি) ব্যবস্থাসহ নিরাপত্তাকর্মী দেওয়ার বিষয়ে আরোচনা করা হয়েছে। ঘটনায় বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ