বুধবার, ৩০ এপ্রিল ২০২৫ ।। ১৬ বৈশাখ ১৪৩২ ।। ২ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
দেশে ফিরছেন খালেদা জিয়া, প্রস্তুত করা হচ্ছে এয়ার অ্যাম্বুলেন্স শিক্ষার্থীদের সভা-সমাবেশ ও মিছিলে অংশগ্রহণ বন্ধের নির্দেশ নারী নীতিমালা নিয়ে জাতীয় সেমিনারে শীর্ষ আলেম-রাজনীতিকরা ‘মানবিক করিডোর’ প্রতিষ্ঠার আগে জাতীয় ঐকমত্য তৈরি করতে হবে সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ দেখতে চায় বিএনপি : মির্জা ফখরুল ইসলামিক ফাউন্ডেশনের নিয়োগ বিজ্ঞপ্তি স্থগিত প্রতিহিংসা-প্রতিশোধ শান্তি বয়ে আনতে পারে না: আমীরে জামায়াত শিক্ষা-প্রতিষ্ঠানে শাসন সংকট, মনোভাবের বিপর্যয় এবং সতর্কতার আহ্বান নিবরাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনে শিক্ষক নিয়োগ মানুষের আস্থা ফিরিয়ে আনতে পুলিশের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

যুক্তরাজ্যে জাতীয় সিরাত সম্মেলন অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: যুক্তরাজ্যে শেষ হয়েছে দুই দিনব্যাপী জাতীয় সিরাত সম্মেলন। গত ৩ ও ৪ আগস্ট যুক্তরাজ্যের ইপসউইচের শ্রাবল্যান্ড হলে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রখ্যাত ইসলামী ব্যক্তি ড. মুফতি ইসমাইল মেঙ্কসহ শতাধিক আলেম ও ইমাম আলোচনা পেশ করেন।

আয়োজকরা সাংবাদিকদের জানান, নতুন প্রজন্মের সামনে নবীজি (সা.)-এর জীবনাদর্শ তুলে ধরা এবং বিশ্বের সব মানুষের সামনে তাঁর শান্তি ও সম্প্রীতির অমীয় বাণী পৌঁছে দেওয়াই সম্মেলনের মূল লক্ষ্য।

এছাড়া সম্মেলনটি বিভিন্ন দেশ ও অঞ্চল থেকে আগত ব্রিটিশ মুসলিমদের জন্য একটি মিলনমেলাও বটে।

আল-খায়ের ফাউন্ডেশন ও ইকরা টিভির প্রতিষ্ঠাতা ইমাম কাসিম অনুষ্ঠানের উদ্যোগ গ্রহণ করেন। অনুষ্ঠানে নারী, পুরুষ ও ১০ বছরের বেশি বয়সী শিশু সবার জন্য উন্মুক্ত ছিল। প্রতিদিন বিকেল ২টা থেকে রাত ৯টা পর্যন্ত সম্মেলন অনুষ্ঠিত হয়। আলোচকরা ইংরেজি, উর্দু ও বাংলা ভাষায় নবীজি (সা.)-এর জীবনের নানা দিক নিয়ে আলোচনা করেন। সম্মেলনে মহানবী (সা.)-এর জীবন ও আদর্শ নিয়ে আলোচনার পাশাপাশি তাঁর শানে না’ত (স্তুতি সংগীত) পরিবেশন করা হয়।

সম্মেলনে বক্তারা মানুষের ব্যক্তিগত ও সামাজিক জীবনে শান্তি ও স্থিতি প্রতিষ্ঠা এবং বৈশ্বিক ভ্রাতৃত্ব ও সম্প্রীতি প্রতিষ্ঠায় মহানবী (সা.)-এর অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন। কেননা তিনি পৃথিবীর জন্য রহমত হিসেবে আগমন করেছিলেন এবং একটি অন্ধকার সমাজকে আলোর পথে নিয়ে যান। বরং তাদের সমগ্র পৃথিবীর জন্য আলোর দিশারি হিসেবে প্রস্তুত করেন।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ