শনিবার, ১৮ মে ২০২৪ ।। ৪ জ্যৈষ্ঠ ১৪৩১ ।। ১০ জিলকদ ১৪৪৫


পর্যাপ্ত ঘুম কমিয়ে দিতে পারে হৃদরোগের ঝুঁকি: গবেষণা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পর্যাপ্ত ঘুম হলে এড়ানো যায় প্রায় ৭০ শতাংশ হৃদযন্ত্রের সমস্যা। এমনটাই দাবি করা হয়েছে ‘ইউরোপিয়ান সোসাইটি অব কার্ডিওলজি কংগ্রেস’-এ প্রকাশিত সাম্প্রতিক একটি গবেষণাপত্রে। যথাযথ ঘুম না হলে স্ট্রোক ও হৃদরোগের আশঙ্কা বেড়ে যায় বলেও দাবি করা হয়েছে গবেষণাপত্রে।

‘দ্য ফ্রেঞ্চ ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথ অ্যান্ড মেডিকেল রিসার্চ’-এর একদল বিজ্ঞানীর করা এ গবেষণায় অংশ নিয়েছিলেন ৭ হাজার ২০০ জন। অংশগ্রহণকারীদের ৬২শতাংশ পুরুষ। গড় বয়স ছিল ৫৯বছর।

গবেষণার প্রাথমিক পর্যায়ে কারো কোনো হৃদরোগের সমস্যা ছিল না। গবেষকরা ১০বছর ধরে প্রতি দু-বছর অন্তর পরীক্ষা করেন অংশগ্রহণকারীদের।

কতটা ঘুম হচ্ছে, তার ভিত্তিতে যারা গবেষণায় অংশ নিয়েছিলেন, তাদের পাঁচ ভাগে ভাগ করেন গবেষকরা। গবেষণার ফল বলছে, ঘুমের ভিত্তিতে যারা সবচেয়ে খারাপ ধাপে ছিলেন, তাদের তুলনায় সবচেয়ে ভালো ধাপে থাকা ব্যক্তিদের হৃদরোগ ও স্ট্রোকের আশঙ্কা প্রায় ৭৫ শতাংশ কম।

সবাই যদি পর্যাপ্ত ঘুমাতেন, তবে ৭২ শতাংশ ক্ষেত্রে নতুন করে স্ট্রোক ও হৃদযন্ত্রের সমস্যা সৃষ্টির আশঙ্কা কমত বলেও মত তাদের।

-এএ


সম্পর্কিত খবর