রবিবার, ২৬ অক্টোবর ২০২৫ ।। ৯ কার্তিক ১৪৩২ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
খতমে নবুওয়ত মহাসম্মেলনে বেফাকের একাত্মতায় পীর সাহেব মধুপুরের অভিনন্দন ইসরাইলের হয়ে গুপ্তচরগিরির দায়ে জাতিসংঘের সাত কর্মীকে বন্দি হুথির ইসকন নিষিদ্ধের দাবি মুফতী নিজাম উদ্দিন আল আদনানের বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি ঢাকা মহানগর কমিটি গঠিত নভেম্বরের মধ্যে গণভোটে জুলাই সনদের আইনি ভিত্তি দিতে হবে: ইবনে শাইখুল হাদিস ৫ দফা দাবিতে বিভাগীয় শহরে ইসলামী আন্দোলনের বিক্ষোভ বাংলাদেশ খেলাফত মজলিসের মজলিসে শুরার অধিবেশনে ৯ প্রস্তাব ক্ষমতায় গেলে বিএনপি প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক পদ সৃষ্টি করবে বেফাক নেতৃবৃন্দের আহ্বান ও একাত্মতা বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাধারণ পরিষদের ৮ম অধিবেশন অনুষ্ঠিত

ধনী বাবার সন্তান জাকাত নিতে পারবে? দেওবন্দের ফতোয়া কী?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ধনী বাবার সন্তান কি জাকাত নিতে পারবে? এ বিষয়ে দেওবন্দের ফতোয়া কী? জানতে চোখ রেখেছিলাম বিশ্বখ্যাত বিদ্যাপীঠ দারুল উলুম দেওবন্দের অনলাইন ফতোয়া বিভাগে। সেখানে পাকিস্তানের একজন প্রশ্ন করেছেন, আমার পিতা ধনী। কিন্তু আমি ঋণী। এমতাবস্থায় আমি কি জাকাত গ্রহণ করতে পারবো? তখন দেওবন্দের ওয়েবসাইটে প্রকাশিত প্রশ্নের উত্তরে বলা হয়, ‘ আপনি জাকাত নিতে পারবেন।’ দেওবন্দের অনলাইন ফতোয়া বিভাগের আকায়েদ ও ঈমানিয়াত অধ্য়ায়ের ইসলামী আকিদা বিভাগে এ জবাব দেন তারা।

প্রশ্নোত্তর বিস্তারিত নিচে দেওয়া হলো। দেওবন্দের প্রশ্ন নং: ৬০৪৩৬৬।

প্রশ্ন: আমি একজন কায়িক শ্রমিক। আমি আমার বাল বাচ্চাদের নিয়ে একটি ভাড়া বাসায় থাকি। আমি পাকিস্তানে থাকি। আমার পিতা-মাতা থাকেন আফগানিস্তানে। আমার বাবা আমার দাদুর জমি বিক্রি করেছিলেন। সেই অর্থ দিয়ে তিনি দুটি ফ্ল্যাট কিনেছেন। উভয়টি ভাড়া দেয়া রয়েছে। যা থেকে ভাড়া বাবদ প্রতিমাসে নেসাব পরিমাণ টাকা আসে। আর আমি বাবার কাছে টাকা পাঠাতেও পারি না। বাবাও আমাকে কোনো টাকা দেন না। আমি ঋণী আছি। এমতাবস্থায় আমি কি জাকাত নিতে পারি?

উত্তর নং: ৬০৪৩৬৬। ফতুয়া: ৭৫২-৬০৯/ ডি=০৯/১৪৪২।

আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু। ফ্ল্যাটের ভাড়া আপনার পিতার মালিকানাধীন। স্বর্ণ, রৌপ্য ইত্যাদিসহ আপনার যে পরিমাণ নগদ অর্থ রয়েছে, তাতে জাকাতের নেসাব পরিমাণ মাল হয় না। আবার আপনার অতিরিক্ত কোনো সম্পদও নেই। এমতাবস্থায় আপনার পিতা ধনী হলেও আপনি জাকাতের মাল গ্রহণ করতে পারবেন। আল্লাহ তাআলা ভাল জানেন।

এটি/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ