রবিবার, ২৪ আগস্ট ২০২৫ ।। ৯ ভাদ্র ১৪৩২ ।। ১ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তানের মধ্যে এক চুক্তি ও ৫ সমঝোতা সই বাগেরহাটে চারটি সংসদীয় আসন বহাল রাখার দাবিতে জেলাজুড়ে সড়ক অবরোধ ও হরতাল ভুয়া প্রেস বিজ্ঞপ্তিতে বিভ্রান্ত না হতে নেতাকর্মীদের অনুরোধ রিজভীর নেত্রকোনা-১ আসনে জমিয়তের পক্ষে লড়বেন মুফতি মোস্তাফিজুর রহমান নোমানী নোয়াখালীতে খেলাফত মজলিসের দাওয়াতী কার্যক্রম উদ্বোধন চান্দিনার মাধাইয়া ও কেরনখাল ইউনিয়নে ইসলামী আন্দোলনের কর্মী সভা অনুষ্ঠিত ময়মনসিংহ-২ আসনে খেজুর গাছ নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন মাওলানা আবু রায়হান মক্কী ১৪০০ বছর আগের সাহাবি যুগের ‘হারানো মসজিদ’! ইসলামী যুব মজলিস মৌলভীবাজার জেলা শাখা পুনর্গঠন; সভাপতি এহসান, সেক্রেটারি আতহার বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের প্রাক্তন কেন্দ্রীয় দায়িত্বশীল পুনর্মিলনী

ধনী বাবার সন্তান জাকাত নিতে পারবে? দেওবন্দের ফতোয়া কী?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ধনী বাবার সন্তান কি জাকাত নিতে পারবে? এ বিষয়ে দেওবন্দের ফতোয়া কী? জানতে চোখ রেখেছিলাম বিশ্বখ্যাত বিদ্যাপীঠ দারুল উলুম দেওবন্দের অনলাইন ফতোয়া বিভাগে। সেখানে পাকিস্তানের একজন প্রশ্ন করেছেন, আমার পিতা ধনী। কিন্তু আমি ঋণী। এমতাবস্থায় আমি কি জাকাত গ্রহণ করতে পারবো? তখন দেওবন্দের ওয়েবসাইটে প্রকাশিত প্রশ্নের উত্তরে বলা হয়, ‘ আপনি জাকাত নিতে পারবেন।’ দেওবন্দের অনলাইন ফতোয়া বিভাগের আকায়েদ ও ঈমানিয়াত অধ্য়ায়ের ইসলামী আকিদা বিভাগে এ জবাব দেন তারা।

প্রশ্নোত্তর বিস্তারিত নিচে দেওয়া হলো। দেওবন্দের প্রশ্ন নং: ৬০৪৩৬৬।

প্রশ্ন: আমি একজন কায়িক শ্রমিক। আমি আমার বাল বাচ্চাদের নিয়ে একটি ভাড়া বাসায় থাকি। আমি পাকিস্তানে থাকি। আমার পিতা-মাতা থাকেন আফগানিস্তানে। আমার বাবা আমার দাদুর জমি বিক্রি করেছিলেন। সেই অর্থ দিয়ে তিনি দুটি ফ্ল্যাট কিনেছেন। উভয়টি ভাড়া দেয়া রয়েছে। যা থেকে ভাড়া বাবদ প্রতিমাসে নেসাব পরিমাণ টাকা আসে। আর আমি বাবার কাছে টাকা পাঠাতেও পারি না। বাবাও আমাকে কোনো টাকা দেন না। আমি ঋণী আছি। এমতাবস্থায় আমি কি জাকাত নিতে পারি?

উত্তর নং: ৬০৪৩৬৬। ফতুয়া: ৭৫২-৬০৯/ ডি=০৯/১৪৪২।

আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু। ফ্ল্যাটের ভাড়া আপনার পিতার মালিকানাধীন। স্বর্ণ, রৌপ্য ইত্যাদিসহ আপনার যে পরিমাণ নগদ অর্থ রয়েছে, তাতে জাকাতের নেসাব পরিমাণ মাল হয় না। আবার আপনার অতিরিক্ত কোনো সম্পদও নেই। এমতাবস্থায় আপনার পিতা ধনী হলেও আপনি জাকাতের মাল গ্রহণ করতে পারবেন। আল্লাহ তাআলা ভাল জানেন।

এটি/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ