সোমবার, ১২ জানুয়ারি ২০২৬ ।। ২৮ পৌষ ১৪৩২ ।। ২৩ রজব ১৪৪৭

শিরোনাম :
কায়কোবাদকে ফের সংসদে দেখতে চায় মুরাদনগর উপজেলা জমিয়ত ‘তিন ভাই মিলে খুন করলেন কেন?’ বিস্মিত বিচারকের প্রশ্ন ‘মোশাররফ ঠাকুরের বক্তব্য অবমাননাকর, তাকে ক্ষমা চাইতে হবে’ নানুপুর মাদরাসার খতমে বুখারি ও দোয়া মাহফিল ১৬ জানুয়ারি ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল পিকআপ ভ্যান, দুই ভাইসহ নিহত ৩ ‘নিকাব নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যে মোশাররফ ঠাকুরকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে’ ভারতে পৌঁছালেন তালেবান-নিযুক্ত প্রথম কূটনীতিক, দিল্লি দূতাবাসে তোড়জোড় জামায়াত-শিবির কখনো ইসলামি দল হতে পারে না: সিরাত সম্মেলনে বক্তারা প্রার্থিতা ফিরে পেলেন রিকশা প্রতীকের আরও তিন প্রার্থী এলপিজি আমদানি নিয়ে বড় সুখবর দিয়েছে বাংলাদেশ ব্যাংক

মসজিদের দানবাক্স নিয়ে উসকানিমূলক পোস্ট, আবারও গ্রেপ্তার শাল্লার সেই ঝুমন দাশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সুনামগঞ্জের শাল্লা উপজেলায় ফেসবুকে উসকানিমূলক পোস্ট শেয়ার দেওয়ার অভিযোগে সেই ঝুমন দাশকে ফের গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (৩১ আগস্ট) সকালে শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে মঙ্গলবার (৩০ আগস্ট) দুপুরে আটকের পর টানা ১২ ঘণ্টা জিজ্ঞাসাবাদ শেষে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।

গ্রেপ্তারকৃত ঝুমন দাশ সুনামগঞ্জের শাল্লা উপজেলার নোয়াগাঁও গ্রামের বাসিন্দা।

ঝুমনের মা নিভা রানী দাস জানান, মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় কয়েকজন পুলিশ সদস্য এসে ঝুমনকে নোয়াগাঁও বাজারে যাওয়ার জন্য বলেন। এ সময় সেখানে গেলে পুলিশ সদস্যরা তাকে থানায় নিয়ে যান।

শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, মঙ্গলবার ঝুমন দাশকে ডিজিটাল নিরাপত্তা আইনের একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। থানা পুলিশের একজন এসআই বাদী হয়ে তার বিরুদ্ধে মামলা করেছেন।

তিনি আরও বলেন, সম্প্রতি ঝুমন দাশ মসজিদের দানবাক্স নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি উসকানিমূলক পোস্ট শেয়ার দেন। পরে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে তাকে আটক করা হয়। এরপর জিজ্ঞাসাবাদে বিষয়টি স্বীকার করলে তাকে গ্রেপ্তার দেখানো হয়।

উল্লেখ্য, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে হেফাজতের সাবেক নেতা কারাবন্দি মাওলানা মামুনুল হকের সমালোচনার অভিযোগে গত বছরের ১৬ মার্চ গ্রেপ্তার হন সুনামগঞ্জের শাল্লা উপজেলার নোয়াগাঁও গ্রামের যুবক ঝুমন দাস। সাড়ে ছয় মাস জেল খেটে ওই বছরের ২৮ সেপ্টেম্বর জামিনে মুক্তি পেয়ে বাড়ি ফেরেন তিনি।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ