বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫ ।। ১৪ কার্তিক ১৪৩২ ।। ৮ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
বিমানবন্দর থেকে ফিরিয়ে দেয়া হলো সাবেক শিক্ষা প্রতিমন্ত্রীকে তুরস্কের অনুরোধে ফের আলোচনায় বসছে পাক-আফগান এক টাকা কেজিতে গরুর গোশত বিক্রি করলেন মুফতি রায়হান জামিল চান্দিনায় হাতপাখার প্রার্থী মুফতী এহতেশামুল হক কাসেমীর মটরসাইকেল শোডাউন ফরিদপুরে এক রাজমিস্ত্রির লাশ উদ্ধার করেছে পুলিশ  খাগড়াছড়িতে ইউপিডিএফ কর্তৃক হত্যার অভিযোগে চবিতে বিক্ষোভ আসন্ন নির্বাচন উপলক্ষে ভোটকেন্দ্র স্থাপনের অবকাঠামো মেরামতের নির্দেশ ইসির সিলেটে খেজুরগাছের পক্ষে জনমত গড়ে তুলুন: আব্দুল মালিক চৌধুরী আসন্ন জাতীয় নির্বাচনে পুলিশকে শতভাগ নিরপেক্ষ থাকতে হবে: ডিএমপি কমিশনার সিলেটে দক্ষিণ সুরমা উপজেলায় ইমাম সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত

ভারতে শালিন পোষাক পরে পূজা মণ্ডপে যাওয়ার অনুরোধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: কয়েক বছর ধরে ভারতের মুম্বাইয়ের আন্ধেরিচা রাজা পূজা প্যান্ডেল, গণেশ ভক্তদের কাছে দর্শনের সময় সাবেকি পোশাক কিংবা অন্তত শালীন পোশাক পরার জন্য নোটিশ জারি করে আসছে।

এ ব্যাপারে আন্ধেরিচা রাজার আজাদনগর সার্বজনীন উৎসব সমিতির প্রধান উপদেষ্টা যশোধর ফাঁসে বলেন, ১২ বছর ধরে আমরা ভক্তদের হাফ প্যান্ট বা হাতাকাটা পোশাক না পরে সাবেকি বা শালীন পোশাক পরার অনুরোধ করে আসছি।

তিনি আরো বলেন, গণেশ চতুর্থী একটি ঐতিহ্যবাহী উৎসব। তাই আমরা আশা করতেই পারি যে, এই সময় অন্তত ভক্তরা বিশেষ করে তরুণ প্রজন্ম শালীন পোশাক পরবে।

পূজা প্যান্ডেলের মুখপাত্র উদয় সালিয়ান বলেছেন, আমরা আমাদের প্যান্ডেলের কাছে কয়েক জোড়া ট্র্যাক প্যান্ট রেখেছি, যারা পোশাকবিধি সম্পর্কে সচেতন নন, তাদের জন্য যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছে। দর্শনার্থীরা ট্র্যাক প্যান্ট পরে প্যান্ডেলে প্রবেশ করতে পারে।

শুধু একটি পূজা কমিটি নয়, মুম্বাইয়ের একাধিক পূজা মণ্ডপের পক্ষ থেকে প্যান্ডেলে প্রবেশ করার সময় শালীন পোশাক পরার জন্য প্রচার চালানো হচ্ছে।

গণেশ গলির মুম্বাইচা রাজার যুগ্ম সম্পাদক অদ্বৈত পেদামকর বলেন, পূজার সময় কী ধরনের পোশাক পরা উচিত, সে সম্পর্কে আমরা সচেতনতা তৈরি করছি। কিন্তু আমরা এটি বাধ্যতামূলক করছি না। তারা কী পরবেন, তা মানুষের পছন্দ। আমরা শুধু সচেতনতা তৈরি করছি।

মুম্বাইয়ের জনপ্রিয় লালবাগ কা রাজা মন্দির কর্তৃপক্ষের পক্ষ থেকে বলা হয়েছে, তারা কোনো পোশাকবিধি মেনে চলার জন্য ভক্তদের বাধ্য করেন না। লালবাগ কা রাজা গণেশ উৎসব মণ্ডলের সভাপতি বালা কাম্বলে বলেন, লোকে কী পরবেন, তার ওপর আমরা কোনো বিধিনিষেধ আরোপ করি না। এটা সম্পূর্ণ ভক্তের ইচ্ছার ওপর নির্ভর করবে তারা কী পরতে চান। সূত্র: আনন্দবাজার।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ