রবিবার, ১৯ মে ২০২৪ ।। ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ ।। ১১ জিলকদ ১৪৪৫


গুগল অ্যাকাউন্ট ডিলিট করার উপায়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বর্তমান সময়ে আমরা সকলেই কমবেশি গুগল অ্যাকাউন্ট ব্যবহার করে থাকি। তবে অনেকে আবার একাধিক গুগল অ্যাকাউন্টও রয়েছে যার ফলে হয়তো পুরোনো অ্যাকাউন্ট ব্যবহার করছেন না। নতুন গুগল অ্যাকাউন্ট করেছেন। অ্যাকাউন্ট হ্যাক হয়েছিল? এমন ঘটনা ঘটতেই পারে। এর থেকে রেহাই পেতে অনেকেই গুগল অ্যাকাউন্ট ডিলিট করতে চান।

গুগল অ্যাকাউন্ট ডিলিট করবেন যেভাবে :

১. আপনার ওয়েব ব্রাউজারে https://myaccount.google.com ওপেন করুন।

২. বাম দিকের মেনুতে “Data & personalization”-এ ক্লিক করুন।

৩. এবার নিচের দিকে ততক্ষণ পর্যন্ত স্ক্রোল করুন যতক্ষণ না আপনি “Download, delete, or make a plan for your data” অপশনটি দেখতে পাচ্ছেন।

Dhaka Post

৪. এরপর “Delete a service or your account”-এ ক্লিক করুন।

৫. “Delete your Google Account”-এ ক্লিক করুন।

এরপর আপনাকে আপনার গুগল অ্যাকাউন্ট পাসওয়ার্ড দিতে বলবে এবং তারপর আপনি নিশ্চিতভাবে আপনার Google Account ডিলিট করতে পারবেন।

-এসআর


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ