আওয়ার ইসলাম ডেস্ক: কোনোভাবেই নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না স্পেনের দাবানল। গত তিন দিন ধরে পুড়ছে ১৭ হাজার একরের বেশি বনভূমি। প্রাণ হারিয়েছেন কমপক্ষে দুজন।
দাবানলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত অলিকান্তে শহর। পুড়ে গেছে ১৬ হাজার একরের মতো এলাকা, ভস্মীভূত বহু ঘরবাড়ি ও স্থাপনা। ফায়ার ব্রিগেডকর্মী এবং স্বেচ্ছাসেবীদের সহযোগিতায় নিরাপদ আশ্রয়ে সরানো হয়েছে কমপক্ষে ১২শ বাসিন্দাকে। প্রতিবেশী শহর ক্যাস্তেলনেও জ্বলছে বিস্তীর্ণ অঞ্চল।
পরিস্থিতি নিয়ন্ত্রণে নিরলস চেষ্টা চালিয়ে যাচ্ছে ফায়ার ব্রিগেড। বর্তমানে ৩৮০টি জায়গায় সক্রিয় দাবানল। হেলিকপ্টার থেকে পানি ও রাসায়নিক ছেটানো হচ্ছে।
একমাসে স্পেনের প্রায় ৭৮ হাজার একর এলাকা ধ্বংস হয়েছে দাবানলে।
-এটি
 
                              
                           
                              
                           
                         
                              
                           
                        
                                                 
                      
                                                  
                                               
                                                  
                                               
                                      
                                         
                                      
                                         
                                      
                                        