বুধবার, ০৫ নভেম্বর ২০২৫ ।। ২০ কার্তিক ১৪৩২ ।। ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
ষড়যন্ত্রের প্রতিবাদে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় সম্মিলিত শিক্ষার্থী ফোরামের মানববন্ধন বৈষ্যমের বিরুদ্ধে সিলেটবাসীকে ঐক্যবদ্ধ ভাবে আন্দোলন করতে হবে পেঁয়াজের বাজার নিয়ন্ত্রনে সরকারকে ন্যাপের আহ্বান জুলাই সনদ বাস্তবায়ন ব্যতীত দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ গঠন সম্ভব নয়: কামাল হোসেন ঘূর্ণিঝড় টাইফুন কালমেগি আঘাত, নিহত বেড়ে ১০০, নিখোঁজ ২৬ নড়াইল-২ এনপিপির চেয়ারম্যানকে ‘গ্রিন সিগন্যাল’ ঢাকাস্থ বাজিতপুর-নিকলী উলামা পরিষদের মতবিনিময়, কর্মসূচি গ্রহণ মিসরে বাংলাদেশি ছাত্রদের সংগঠন ‘ইত্তিহাদ’-এর নতুন কমিটি দাওরায়ে হাদিস সনদধারীদের নিয়োগে ধর্ম উপদেষ্টার ডিও লেটার সুদানে জানাজায় হামলা, নিহত ৪০

খাগড়াছড়ি ওলামা ঐক্য পরিষদের ২য় বর্ষপূর্তি সম্মেলন অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নুরুল কবির আরমান
খাগড়াছড়ি প্রতিনিধি>

খাগড়াছড়ি কওমি মাদ্রাসা ও ওলামা ঐক্য পরিষদের ২য় বর্ষপূর্তি উপলক্ষে সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৪ আগস্ট) খাগড়াছড়ি অফিসার্স ক্লাবে সকাল ১০ টায় এই সম্মেলন অনুষ্ঠিত হয় ।

এ সময় আল্লামা আব্দুল হালিম বোখারী রহ. ও মাওলানা ওবায়দুল হক চৌধুরী রহ. এর জীবন কর্ম শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

পরিষদের সভাপতি মাওলানা ক্বারী ওসমান গনির সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামিয়া ওবাইদিয়ার সিনিয়র মাদ্রাসার মাওলানা আনোয়ার হোসাইন আল আজহারী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবুনগর মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা মুফতি মীর হোসেন।

সদর উপজেলা সভাপতি মাওলানা নুরুল কবির আরমান ও মহি উদ্দিন বিন সুরুজের সঞ্চালনায় মাটিরাঙ্গা মাদ্রাসা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা হারুনুর রশিদ, রামগড় কোর্ট জামে মসজিদের ইমাম মাওলানা আকতার হোসেন জিহাদী, মাটিরাঙ্গা দারুস সুন্নাহ মাদ্রাসার পরিচালক মাওলানা আনোয়ার হোসেন মিয়াজী, জেলা সাধারণ সম্পাদক মাওলানা রবিউল ইসলাম শামীম, যুগ্ন সম্পাদক মাওলানা শহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক হাফেজ নাসির উদ্দিন, অর্থ সম্পাদক হাফেজ ওমর ফারুক, পানছড়ি উপজেলা সভাপতি মাওলানা মুফতি মহিউদ্দিন, মাটিরাঙ্গা শাখার সভাপতি মাওলানা আখতারুজ্জামান, গুইমারা শাখার সহ-সভাপতি মাওলানা মহিউদ্দিন, সদর উপজেলা শাখার সহ সভাপতি মাওলানা শহিদুল ইসলাম, রামগড় উপজেলা শাখার সভাপতি মাওলানা এমদাদ উল্লাহ চৌধুরী।

সম্মেলনে বক্তাগণ বলেন, খাগড়াছড়ি কওমি মাদ্রাসা ও ওলামা ঐক্য পরিষদ প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে দেশ, জাতি, ইসলাম, মাদ্রাসা এবং ওলামায়ে কেরামের কল্যাণে অগ্রণী ভূমিকা পালন করছে। এই সংগঠন মহান আল্লাহর বিধান ও মুহাম্মদ সা. এর সুন্নাহকে বুকে ধারণ করে সামনের দিকে এগিয়ে যেতে চাই। আদর্শ সমাজ বিনির্মাণের সকলকে কওমি ওলামা পরিষদের পতাকাতলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ