মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬ ।। ২৯ পৌষ ১৪৩২ ।। ২৪ রজব ১৪৪৭

শিরোনাম :
নির্বাচন ডাকাতি যেন আর কখনো না ঘটতে পারে সেই ব্যবস্থা করতে হবে গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হলে আর কখনও রাতের ভোট হবে না: আলী রীয়াজ এবার খামেনির পক্ষে ইরানের রাস্তায় লাখ লাখ মানুষ! কায়কোবাদকে ফের সংসদে দেখতে চায় মুরাদনগর উপজেলা জমিয়ত ‘তিন ভাই মিলে খুন করলেন কেন?’ বিস্মিত বিচারকের প্রশ্ন ‘মোশাররফ ঠাকুরের বক্তব্য অবমাননাকর, তাকে ক্ষমা চাইতে হবে’ নানুপুর মাদরাসার খতমে বুখারি ও দোয়া মাহফিল ১৬ জানুয়ারি ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল পিকআপ ভ্যান, দুই ভাইসহ নিহত ৩ ‘নিকাব নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যে মোশাররফ ঠাকুরকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে’ ভারতে পৌঁছালেন তালেবান-নিযুক্ত প্রথম কূটনীতিক, দিল্লি দূতাবাসে তোড়জোড়

কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: কাঁচা মরিচের দাম আগের চেয়ে অনেক বেড়ে চলছে। যা সাধারণ মানুষের কেনার বাহিয়ে হয়ে দাঁড়িয়েছে। এক মাসের ব্যবধানে ১১০ দশমিক ৫৩ শতাংশ বেড়েছে কাঁচা মরিচের দাম। খুচরা বাজারে কাঁচা মরিচ কিনতে প্রতি কেজিতে ২২০-২৪০ টাকা গুনতে হবে।

বৃহস্পতিবার (৪ আগস্ট) রাজধানীর কারওয়ান বাজারে প্রতি কেজি কাঁচা মরিচ ১৮০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া খুচরা বাজারে কেজি প্রতি ২২০-২৪০ টাকা কাঁচা মরিচ বিক্রি হচ্ছে। যার ফলে কাঁচা মরিচ কিনতে গিয়ে বিপাকে ক্রেতারা। তাই অনেকেই ৬০ টাকা বিনিময়ে আড়াইশো গ্রাম মরিচ কিনছেন।

রাজধানীর পণ্যের দরের হিসাব রাখা কৃষি বিপণন অধিদপ্তর সংস্থাটি বলছে, গত মাসে একই দিনে প্রতি কেজি কাঁচা মরিচ বিক্রি হয়েছিল ৯০-১০০ টাকায়। যদিও গত বছর একই সময় কাঁচা মরিচের দাম সেই তুলনায় বেশি ছিল, ১২০-১৫০ টাকা। যার ফলে বছর ব্যবধানে এখন দাম বেড়েছে ৪৮ শতাংশ।

বর্তমানে বাজারে প্রতি কেজি কাঁচা মরিচের দাম বাজারভেদে ১৮০-২২০ টাকায় বিক্রি হচ্ছে।

কারওয়ান বাজারের এক পাইকারি বিক্রেতা বলেন, বুধবার রাতে ভারত থেকে কয়েক ট্রাক মরিচ আসায় দাম কিছুটা কমেছে। আবার যদি কাল কম আসে তাহলে বেড়ে যাবে। কাঁচাপণ্যের কোনো ঠিক ঠিকানা নেই।

তিনি বলেন, বর্ষার সময় প্রতি বছরই মরিচের দাম হুটহাট বাড়ে। সেটা বৃষ্টির আর ভারতের আমদানির ওপর নির্ভর করে।

ব্যবসায়ীরা বলছেন, কোরবানির ঈদের আগে প্রতি কেজি কাঁচা মরিচের দাম ছিল ৬০-৮০ টাকা। যা এরপরে কিছুটা বেড়ে ১০০ পর্যন্ত ওঠে। এরপর গত এক সপ্তাহ আগে দাম ছিল ১৪০-১৫০ টাকার মধ্যে। শেষ তিনদিনের ব্যবধানে এখন দাম অস্বাভাবিক হয়েছে।

আরেক এক ব্যবসায়ী বলেন, বৃষ্টিতে মরিচের দাম বাড়ে। তবে সেই তুলনায় বৃষ্টি হয়নি। তারপরও দাম বেড়েছে। গ্রামগঞ্জের আড়তে দাম বেশি। ভারত থেকেও চড়া দামে মরিচ আসছে।

অন্যদিকে, সারাদেশেই কাঁচা মরিচের দাম বেশি। এমনকি দুদিনের ব্যবধানে দিনাজপুরের হিলি স্থলবন্দরের পাইকারি বাজারে কাঁচা মরিচের দাম বেড়েছে কেজিতে ৪০ টাকা। প্রকারভেদে ১৬০ টাকার মরিচ ২০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ