বুধবার, ০৫ নভেম্বর ২০২৫ ।। ২০ কার্তিক ১৪৩২ ।। ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
বিএনপি-জামায়াতের বাইরে নতুন রাজনৈতিক জোটের উদ্যোগ এনসিপির  মাইলস্টোনে যুদ্ধবিমান বিধ্বস্তের কারণ পাইলটের উড্ডয়ন ত্রুটি পুলিশের খোয়া যাওয়া অস্ত্র উদ্ধারে আবারও পুরস্কার ঘোষণা বিশাল স্বর্ণ ভান্ডার মিলল পাকিস্তানে একীভূত হওয়া ৫ ব্যাংকের অর্থ ও আমানত সুরক্ষিত থাকবে : গভর্নর ষড়যন্ত্রের প্রতিবাদে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় সম্মিলিত শিক্ষার্থী ফোরামের মানববন্ধন বৈষ্যমের বিরুদ্ধে সিলেটবাসীকে ঐক্যবদ্ধ ভাবে আন্দোলন করতে হবে পেঁয়াজের বাজার নিয়ন্ত্রনে সরকারকে ন্যাপের আহ্বান জুলাই সনদ বাস্তবায়ন ব্যতীত দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ গঠন সম্ভব নয়: কামাল হোসেন ঘূর্ণিঝড় টাইফুন কালমেগি আঘাত, নিহত বেড়ে ১০০, নিখোঁজ ২৬

বরুণা মাদরাসায় বছরব্যাপী ভাষা সাহিত্য ও স্পোকেন ইংলিশ কোর্সের উদ্বোধন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রফিকুল ইসলাম জসিম: বাংলা ভাষা সাহিত্য ও স্পোকেন ইংলিশে মাদরাসা শিক্ষার্থীদের পারদর্শী করে তুলতে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলের জামিয়া লুৎফিয়া আনোয়ারুল উলূম বরুণা মাদরাসায় বছরব্যাপী বাংলা ভাষা সাহিত্য ও স্পোকেন ইংলিশ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানে মাদরাসার অন্যান্য শিক্ষকসহ প্রায় ৫ শতাধিক ছাত্র উপস্থিত ছিলেন।

গতকাল (২৪ জুলাই) রোববার বিকাল ৫ টায় মসজিদে আবু বকর রাাদয়িাল্লাহু আনহুতে এ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মাদরাসার শিক্ষাসচিব মাওলানা রশিদ আহমদ হামিদীর সভাপতিত্বে এবং সহকারী শিক্ষাসচিব মাওলানা সাইফুর রহমান মক্কী ও মাওলানা শফিউল আলমের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দ্বীন টিভি ইউকের চেয়ারম্যান ও মাদরাসার মুহতামিম মাওলানা শেখ বদরুল আলম হামিদী।

বাংলা ভাষা ও সাহিত্য কোর্সের মূখ্যপ্রশিক্ষক, সৃজনঘরের সাহিত্য সম্পাদক, লেখক ও কবি মামুন আবদুল্লাহ ও সহপ্রশিক্ষক সৃজনঘরের সাংগঠনিক সম্পাদক লেখক ও ছড়াকার হাম্মাদ তাহমীম, স্পোকেন ইংলিশ কোর্সে মূখ্যপ্রশিক্ষক মিজান’সের প্রশিক্ষক মিজানুর রহমান। সার্বিক তত্ত্বাবধানে আছেন, মাদরাসার নায়েবে সদরে মুহতামিম মাওলানা শেখ নুরে আলম হামিদী।

প্রধান অতিথির বক্তব্যে শেখ বদরুল আলম হামিদী বলেন, আধুনিক বিশ্বে জ্ঞান-বিজ্ঞানের উন্নতির পাশাপাশি শিল্প-সাহিত্য-সংস্কৃতির ক্ষেত্রেও আমাদের এগিয়ে যেতে হবে। এজন্য ভাষায় পাণ্ডিত্য অর্জন জরুরি। দ্বীনি খিদমতের জন্য বাংলা এবং ইংরেজি উভয় ভাষা শিক্ষার প্রয়োজনীয়তা অনস্বীকার্য।

অনুষ্ঠানে ইংল্যান্ড থেকে অনলাইনে যুক্ত হয়ে কর্তৃপক্ষের এমন যুগান্তকারী উদ্যোগের প্রশংসা করেন বরুণার নায়েবে সদরে মুহতামিম মাওলানা শেখ নূরে আলম হামিদী। অন্যান্যদের মধ্যে বক্তব্যে রাখেন, মাদরাসার সিনিয়র শিক্ষক মাওলানা হিলাল আহমদ হেতিমগঞ্জী, মাওলানা তারেক হাসান চৌধুরী, মাওলানা আবু হুরায়রা জাবের প্রমুখ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ