মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫ ।। ৪ ভাদ্র ১৪৩২ ।। ২৫ সফর ১৪৪৭

শিরোনাম :
বিএনপি কি ইসলামপন্থীদের আস্থা হারাচ্ছে?  নোয়াখালীতে জিপিএ-৫ প্রাপ্ত ৩০০ শিক্ষার্থীকে সংবর্ধনা গণতন্ত্রকামী দলগুলোর মধ্যে দূরত্ব তৈরি হলে ফ্যাসিস্ট পুনর্বাসন হবে: তারেক রহমান ডাকসু নির্বাচনে প্রার্থী ৬৫৮ জন, হল সংসদে ১ হাজার ৪২৭ মাইলস্টোনের তিন শিক্ষক জাতির কাছে চিরস্মরণীয় হয়ে থাকবেন জুমার নামাজে না গেলে দুই বছরের দণ্ড হতে পারে  রাজনৈতিক ও অর্থনৈতিক মুক্তির জন্য নির্বাচন জরুরি: মির্জা ফখরুল সৌদি আরবে নতুন হজ কাউন্সেলর কামরুল ইসলাম তাওয়াফের সময় হাজরে আসওয়াদের সামনে দাঁড়িয়ে না থাকার নির্দেশ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আস সুন্নাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে ১০০০ বৃক্ষরোপণ

সিলেটের ইলমী ভবিষ্যত বড়ই অন্ধকার: আশু পদক্ষেপ জরুরি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাওলানা জিয়াউর রহমান।। আদীব হুজুরের মাদরাসাতুল মদীনার একজন শিক্ষকের ৪২ হাজার টাকা বেতনের সংবাদ কাল থেকে বেশ ভাইরাল হয়েছে৷ আমার জানামতে শুধু আদীব হুজুরের মাদরাসা নয়, ঢাকার আরো অনেক মাদরাসার শিক্ষকের বেতন এই স্কেলের বা তারচেয়েও বেশি পরিমাণ আছে৷

অনেকে সিলেটের মাদরাসাগুলোর বেতনের দৈন্যদশা নিয়েও কথা তুলছেন৷ অস্বীকারের সুযোগ নেই, যারা সারা দেশের একটু খোঁজখবর রাখেন, তারা অনুভব করতে পারবেন শীর্ষ পর্যায়ের কয়েকটি মাদরাসা ছাড়া সিলেটের মাদরাসাগুলোর বেতনের অবস্থা অত্যন্ত ভয়াবহ৷

বাংলাদেশর মধ্যে সবচে অনুন্নত এলাকা হিসেবে উত্তরবঙ্গকে বিবেচনা করা হয়৷ কিন্তু দেখা গেছে সেই উত্তরবঙ্গের মাদরাসার শিক্ষকদের বেতনের হারও সিলেটের চাইতে বেশি৷ যার কারণে সিলেটের ইলমী অঙ্গন দিনদিন দুর্বল থেকে দুর্বলতর হচ্ছে৷

শুধু তাই নয়, বেতন পকেটখরচ পরিমাণের চাইতেও কম নির্ধারিত হওয়া সত্ত্বেও মাসে মাসে তা আদায় হচ্ছে না৷ মাস শেষে খালি পকেটে নিজ পরিবারের কাছে যাওয়ার চাইতে কষ্টের আর কী হতে পারে!

সিলেটের মেধাবীরা বিদেশমুখী হচ্ছেন সবচে বেশি৷ বিদেশ না হলেও ঢাকামুখী তো হচ্ছেনই৷ অবশ্য এর পেছনে শুধু অর্থই কারণ না, মানানসই ইলমী পরিবেশের অভাবও ভালো ভূমিকা রাখছে৷

শিক্ষা বোর্ডগুলো শুধু পরীক্ষা নেওয়ার মধ্যে সীমাবদ্ধ না থেকে মাদরাসা ও শিক্ষকদের অভিভাবকের ভূমিকা রাখা অতীব জরুরি৷ মাদরাসা বোর্ডসহ সবাই মিলে আশু পদক্ষেপ না নিলে সিলেটের ইলমী ভবিষ্যত বড়ই অন্ধকার৷

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ