রবিবার, ১৯ মে ২০২৪ ।। ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ ।। ১১ জিলকদ ১৪৪৫


কাবাঘরের গিলাফে যা লেখা থাকে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পবিত্র কাবাঘরের গিলাফে সোনালি সুতায় অঙ্কিত ক্যালিগ্রাফি সব মুসলমানেরই দৃষ্টি আকর্ষণ করে। অনেকেরই কৌতূহল, এতে কী লেখা আছে? আসুন, জানা যাক তাতে কী লেখা থাকে।

যা লেখা থাকে: কাবাঘরের গিলাফের চার দিকে মূলত কোরআনের একটি সুরা, ১৯টি আয়াত, তিনটি জিকির ও একটি ঘোষণা লেখা থাকে। এর মধ্যে কিছু বিষয় চার দিকের গিলাফেই লেখা থাকে।

আবার কিছু বিষয় শুধু এক দিকের গিলাফে লেখা থাকে।

আয়াত যেভাবে লেখা: কাবাঘরের গিলাফের ক্যালিগ্রাফিতে কোরআনের আয়াত তিন ভাবে লেখা আছে। তা হলো—ক. বিসমিল্লাহসহ, খ. ‘আল্লাহ বলেন’ বাক্য যুক্ত করে, গ. কোনো কিছু যুক্ত না করে শুধু আয়াত। এ ছাড়া কখনো পূর্ণাঙ্গ আয়াত লেখা হয়, কখনো আয়াতাংশ আবার কখনো একই আয়াতকে দুটি পৃথক ক্যালিগ্রাফিতে অঙ্কিত করা হয়ে থাকে।

চার দিকেই যা লেখা থাকে: পবিত্র কাবাঘরের চার দিকের গিলাফেই বিসমিল্লাহসহ সুরা ইখলাস এবং সুরা ফাতিহার প্রথম আয়াত তথা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন (সব প্রশংসা জগত্গুলোর প্রতিপালক আল্লাহর জন্য) লেখা থাকে। এ ছাড়া দুটি জিকিরও চার দিকে লেখা থাকে। জিকির দুটি হলো ইয়া রাহমানু, ইয়া রাহিমু (হে দয়ালু, হে করুণাময়) এবং ইয়া হাইয়ু, ইয়া কাইয়ুম (হে চিরঞ্জীব, হে চিরন্তন)।

পশ্চিম দিক: কাবাঘরের পশ্চিম দিক তথা বাবে ইবরাহিমের দিকের গিলাফে সুরা ইখলাস, সুরা ফাতিহার প্রথম আয়াত ও দুটি জিকির ছাড়া নিম্নোক্ত আয়াতগুলো লেখা থাকে। তা হলো—সুরা হজের ২৬, ২৭, ২৮ ও ২৯ নম্বর আয়াত, সুরা আহজাবের ২৭ নম্বর আয়াত, সুরা নিসার ১১০ নম্বর আয়াত।

পূর্ব দিক: কাবাঘরের পূর্ব দিক তথা মুলতাজিম ও দরজার দিকের গিলাফে সুরা ইখলাস, সুরা ফাতিহার প্রথম আয়াত ও দুটি জিকির ছাড়াও একটি জিকির, একটি ঘোষণা ও তিনটি আয়াত লেখা থাকে। জিকিরটি হলো—আল্লাহু আকবার (আল্লাহ সবচেয়ে বড় ও মহান)। ঘোষণাটি হলো—এই গিলাফ পবিত্র মক্কায় তৈরি হয়েছে। কাবাঘরকে এটি উপহার দিয়েছেন মক্কা-মদিনার সেবক সালমান বিন আবদুল আজিজ আলে-সাউদ। আল্লাহ তাঁর পক্ষ থেকে কবুল করে নিন। আর আয়াত তিনটি হলো—সুরা বাকারার ২৫, ২৭ ও ২৮ নম্বর আয়াত।

উত্তর দিক: কাবাঘরের উত্তর দিকে হাতিম বা হিজরে ইসমাইল অবস্থিত। এই দিকের গিলাফে সুরা ইখলাস, সুরা ফাতিহার প্রথম আয়াত ও দুটি জিকির ছাড়াও চারটি আয়াত লেখা থাকে। আয়াত চারটি হলো—সুরা বাকারার ১৮৯, ১৯৭ ও ১৯৮ নম্বর আয়াত এবং সুরা হিজরের ৪৯ নম্বর আয়াত।

দক্ষিণ দিক: কাবাঘরের দক্ষিণ দিক তথা হাজরে আসওয়াদ ও রুকনে ইয়ামেনির মধ্যবর্তী দেয়ালের গিলাফে সুরা ইখলাস, সুরা ফাতিহার প্রথম আয়াত ও দুটি জিকির ছাড়াও লেখা থাকে পাঁচটি আয়াত। আয়াতগুলো হচ্ছে—সুরা আলে ইমরানের ৯৫, ৯৬ ও ৯৭ নম্বর আয়াত, সুরা হজের ৩২ নম্বর আয়াত এবং সুরা ত্বহার ৮২ নম্বর আয়াত। সূত্র: হারামাইন শরিফাইন

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ