আন্তর্জাতিক ডেস্ক: পূর্ব ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলের চাসিভ ইয়ার শহরের একটি ভবনে রাশিয়ার রকেট হামলায় ৩৩ জন নিহত হয়েছে।
মঙ্গলবার ইউক্রেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে আলজাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার রকেট হামলায় চাসিভ ইয়ার শহরের পাঁচতলা যে ভবনটি ধসে পড়েছে, সে ভবনের ধ্বংসস্তূপের ভেতর থেকে সর্বশেষ এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। হামলার এ ঘটনায় এখন পর্যন্ত ৩৩ জন নিহত হয়েছেন।
এখনও উদ্ধারকাজ চলছে বলেও জানিয়েছে ইউক্রেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
সোমবার রাশিয়ার প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, রাশিয়া এর আগের ২৪ ঘণ্টায় ইউক্রেনে ৩৪টি রকেট হামলা চালিয়েছে।
-এএ
 
                              
                           
                              
                           
                         
                              
                           
                        
                                                 
                      
                                                  
                                               
                                                  
                                               
                                      
                                         
                                      
                                         
                                      
                                        