আওয়ার ইসলাম ডেস্ক: ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন আজ পদত্যাগ করছেন। তার নেতৃত্বাধীন সরকার থেকে একের পর এক মন্ত্রী ও সরকার বিষয়ক উচ্চপদস্থ কর্মকর্তার পদত্যাগের পর তিনি এই সিদ্ধান্ত নিতে যাচ্ছেন।
১০ নং ডাউনিং স্ট্রিট সূত্রে জানা যায়, পদত্যাগের বিষয়ে জনসন কনজারভেটিভ ব্যাকবেঞ্চ ১৯২২ কমিটির চেয়ারম্যান স্যার গ্রাহাম ব্র্যাডির সাথে কথা বলেছেন। তিনি পদত্যাগ করছেন যাতে পার্টি সম্মেলনের জন্য সময় মতো নতুন নেতা বেছে নেওয়া যায়।
১০ নং ডাউনিং স্ট্রিট-এর একজন মুখপাত্র জানান, প্রধানমন্ত্রী আজ দেশের কাছে একটি বিবৃতি দেবেন।
গত ৬ জুন বরিস জনসনের বিরুদ্ধে অনাস্থা ভোট আয়োজন করেন কনজারভেটিভ পার্টির সদস্যরা।
এ দলটির গঠনতন্ত্র অনুযায়ী প্রধানমন্ত্রীর বিরুদ্ধে একবার কোনো অনাস্থা ভোট আয়োজন করলে, আগামী এক বছরের মধ্যে কোনো এরকম ভোট আয়োজন করা যাবে না। কিন্তু এ নিয়ম পরিবর্তন করা হতে পারে এবং সেটি ব্রিটিশ সময় স্থানীয় সময় বুধবার সন্ধ্যাতেই।
তিনি আরও জানিয়েছেন, যুক্তরাজ্যের স্থানীয় সময় রাতে বরিস জনসনের বিরুদ্ধে আরেকটি অনাস্থা ভোট হতে পারে।
তবে পরিস্থিতি এখন অবস্থায় দাঁড়িয়েছে যে কোনো সময় নিজেই পদত্যাগের ঘোষণা দিতে পারেন ব্রিটিশ প্রধানমন্ত্রী।
-এএ
 
                              
                           
                              
                           
                         
                              
                           
                        
                                                 
                      
                                                  
                                               
                                                  
                                               
                                      
                                         
                                      
                                         
                                      
                                        