আওয়ার ইসলাম ডেস্ক: ভারতের আন্দামান ও নিকোবর দীপপুঞ্জে সোমবার (৪ জুলাই) ভোর থেকে বিগত ২৪ ঘণ্টায় মোট ২২বার ভূমিকম্প অনুভূত হয়েছে।
সোমবার স্থানীয় সময় ভোর ৫টা ৪২ মিনিটে প্রথম ভূমিকম্পটি অনুভূত হয়। এরপর থেকে বিভিন্ন মাত্রার মোট ২১টি আফটারশক অনুভূত হয় এই অঞ্চলে। খবর ইন্ডিয়া টাইমসের।
বিষয়টি নিশ্চিত করেছে দেশটির ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস)। সেখানে জানানো হয়, ২৪ ঘণ্টার মধ্যে হওয়া ২২টি ভূমিকম্পগুলো ছিল রিখটার স্কেলে ৩.৮ থেকে ৫.০০ মাত্রার মধ্যে।
সর্বশেষ অর্থাৎ ২২তম ভূমিকম্পটি হয় মঙ্গলবার (৫ জুলাই) স্থানীয় সময় সকালে ৮টা ৫ মিনিটে। ভূপৃষ্ঠ থেকে ৩০ কিলোমিটার গভীরে ছিল কম্পনের উৎসস্থল। এ সময় কম্পনের মাত্রা ছিল ৪.৩। এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
খুব অল্প সময়ের মধ্যে অধিক সংখ্যক ভূমিকম্পের ঘটনা এবারই প্রথম নয়। ২০১৯ সালের ১ এপ্রিলে একাধিক বার কেঁপে উঠেছিল আন্দামান। রিখটার স্কেলে সেই কম্পনের মাত্রা ছিল ৪.৭ থেকে ৫.২। সেই সময় ২ ঘণ্টার ব্যাবধানে নয়বার কেঁপে উঠেছিল আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জ।
-এটি
 
                              
                           
                              
                           
                         
                              
                           
                        
                                                 
                      
                                                  
                                               
                                                  
                                               
                                      
                                         
                                      
                                         
                                      
                                        