শনিবার, ২৫ অক্টোবর ২০২৫ ।। ৮ কার্তিক ১৪৩২ ।। ৩ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
চান্দিনায় কওমি মাদ্রাসা সংগঠনের উদ্যোগে আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন পিআর পদ্ধতি ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় : মাওলানা বোরহান উদ্দিন   বিশ্বের ৪৫০ প্রভাবশালী ইহুদির ইসরায়েলের ওপর জাতিসংঘের নিষেধাজ্ঞার আহ্বান মহেশখালীতে মহানবী (সাঃ)-কে অবমাননার অভিযোগে উত্তম কুমার গ্রেফতার ইসকন নিষিদ্ধের দাবিতে সাভারে ইত্তিহাদুল উলামার বিক্ষোভ বিদ্যুৎস্পৃষ্টে হয়ে ছেলের সাথে প্রাণ গেলো বাবার ইসকন নিষিদ্ধসহ সাত দফা দাবীতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন ফরিদপুরের ভাঙ্গায় ট্রাকের ধাক্কায় নিহত ২, আহত ১০ বিভাগীয় শহরে জামায়াতসহ ৮ দলের বিক্ষোভ শনিবার ইসকন বাংলাদেশের জন্য অশনিসংকেত: ছাত্র জমিয়ত বাংলাদেশ

ছয় মাসেই কোরআনে হাফেজ হলেন নয় বছরের আফফান!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: মাত্র ছয় মাসে পুরো কোরআন হেফজ করে তাক লাগিয়ে দিয়েছে আফফান মিয়া। নয় বছর বয়সী এই শিশুর বাড়ি কিশোরগঞ্জের হোসেনপুরে।

আফফানের মাদরাসা সূত্রে জানা যায়, আট বছর বয়সী আফফান মিয়া ২০২১ সালে হোসেনপুরের আল জামিয়াতুল কাদেরিয়া ও শাহেদল এতিমখানা মাদরাসায় নূরানী শাখায় ভর্তি হয়।

প্রথম তিন মাস নাজেরা শাখায় পড়ার পর হেফজ শুরু করে। শুরু থেকেই আফফান প্রতিদিন কুরআনের ৫-৬ পৃষ্ঠা করে মুখস্ত করতো। এভাবে মাত্র ছয় মাসই সে পুরো কোরআন মুখস্ত করে সবাইকে তাক লাগিয়ে দেয়।

ছেলের অভাবনীয় সাফল্যে গর্বিত আফফানের বাবা মাহতাব উদ্দিন স্বপন। তিনি জানান, বড় ছেলেকেও হাফেজ বানাতে চেয়েছিলেন। কিন্তু অনেক কিছু করার পরও সে প্রচেষ্টা সফল হয়নি। তাই মেজো ছেলে আফফানকে হাফেজ বানানোর চেষ্টা করেন তিনি।

তাকে অবাক করে দিয়ে আফফান মাত্র ছয় মাসেই পুরো কোরআন হেফজ করে ফেলেছে। বাবা নিজেও কখনো ভাবেননি, আফফান এত সহজে কোরআনে হাফেজ হয়ে যাবে। তাই তিনি আল্লাহর কাছে কৃতজ্ঞতা জানানোর পাশাপাশি ছেলের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।

আফফানের হেফজের ব্যাপারে ওই মাদরাসার মুহতামিম (প্রধান শিক্ষক) হাফেজ মাওলানা মুফতি আবুল কাশেম বলেন, ছয় মাসে হাফেজ হওয়ার ইতিহাস খুবই কম। স্বাভাবিকভাবে পরিপূর্ণ হাফেজ হতে কমপক্ষে তিন থেকে চার বছর সময় লেগে যায়। তবে মেধার পাশাপাশি কঠোর পরিশ্রমের মাধ্যমে আফফান বিরল এই সম্মান লাভ করলো। এটি তার মাদরাসার জন্যও গৌরবের।

হাফেজ আফফান ভবিষ্যতে দ্বীনি শিক্ষায় শিক্ষিত হয়ে দেশবাসীর সেবা করতে চায়। এজন্য সে দেশবাসীসহ সবার নিকট দোয়া চেয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ