বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫ ।। ২০ কার্তিক ১৪৩২ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
বিএনপি-জামায়াতের বাইরে নতুন রাজনৈতিক জোটের উদ্যোগ এনসিপির  মাইলস্টোনে যুদ্ধবিমান বিধ্বস্তের কারণ পাইলটের উড্ডয়ন ত্রুটি পুলিশের খোয়া যাওয়া অস্ত্র উদ্ধারে আবারও পুরস্কার ঘোষণা বিশাল স্বর্ণ ভান্ডার মিলল পাকিস্তানে একীভূত হওয়া ৫ ব্যাংকের অর্থ ও আমানত সুরক্ষিত থাকবে : গভর্নর ষড়যন্ত্রের প্রতিবাদে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় সম্মিলিত শিক্ষার্থী ফোরামের মানববন্ধন বৈষ্যমের বিরুদ্ধে সিলেটবাসীকে ঐক্যবদ্ধ ভাবে আন্দোলন করতে হবে পেঁয়াজের বাজার নিয়ন্ত্রনে সরকারকে ন্যাপের আহ্বান জুলাই সনদ বাস্তবায়ন ব্যতীত দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ গঠন সম্ভব নয়: কামাল হোসেন ঘূর্ণিঝড় টাইফুন কালমেগি আঘাত, নিহত বেড়ে ১০০, নিখোঁজ ২৬

হাতিয়াতে মাছ ধরার ট্রলারসহ ১৮ জেলে আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে সমুদ্রে মাছ ধরার অপরাধে নোয়াখালীর হাতিয়ায় একটি মাছ ধরার ট্রলারসহ ১৮ জন জেলকে আটক করেছে কোস্টগার্ড। এসময় তাদের কাছ থেকে ৪০০ কেজি সামুদ্রিক মাছ জব্দ করা হয়েছে।

শুক্রবার (১ জুলাই) দুপুরে চরচেঙ্গা এলাকার নদী থেকে তাদের আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটককৃতদের ১০ হাজার টাকা অর্থদণ্ড করা হয় এবং জব্দকৃত মাছ নিলামে বিক্রি করে দেওয়া হয়েছে।

হাতিয়া কোস্টগার্ড জানায়, দেশের মৎস্য সম্পদের সুরক্ষা ও মাছের বংশবিস্তারে সাগরে মাছ ধরার ওপর ৬৫ দিনের নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। নিষেধাজ্ঞা বাস্তবায়নে হাতিয়ার সামুদ্রিক এলাকা চরচেঙ্গা সংলগ্ন এলাকায় অভিযান চালায় কোস্ট গার্ড দক্ষিণ জোনের একটি দল। নিষেধাজ্ঞা অমান্য করে সমুদ্রে মৎস্য আহরণ করা অবস্থায় ১টি ইঞ্জিন চালিত কাঠের বোটসহ ১৮ জন জেলেকে আটক করা হয়।

এসময় তাদের ট্রলার থেকে ৪০০ কেজি সামুদ্রিক মাছ জব্দ করা হয়। পরবর্তীতে হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সেলিম হোসেন নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আটককৃত ১৮ জন জেলেকে দশ হাজার টাকা জরিমানা করে ছেড়ে দেওয়া হয়। একইসাথে জব্দকৃত মাছ চল্লিশ হাজার টাকা নিলামে বিক্রি করা হয়।

বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লে. কে এম শাফিউল কিঞ্জল জানান, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের পাশাপাশি মৎস্য সম্পদ রক্ষায় কোস্ট গার্ডের এ অভিযান অব্যাহত থাকবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ