বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫ ।। ২০ কার্তিক ১৪৩২ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
বিএনপি-জামায়াতের বাইরে নতুন রাজনৈতিক জোটের উদ্যোগ এনসিপির  মাইলস্টোনে যুদ্ধবিমান বিধ্বস্তের কারণ পাইলটের উড্ডয়ন ত্রুটি পুলিশের খোয়া যাওয়া অস্ত্র উদ্ধারে আবারও পুরস্কার ঘোষণা বিশাল স্বর্ণ ভান্ডার মিলল পাকিস্তানে একীভূত হওয়া ৫ ব্যাংকের অর্থ ও আমানত সুরক্ষিত থাকবে : গভর্নর ষড়যন্ত্রের প্রতিবাদে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় সম্মিলিত শিক্ষার্থী ফোরামের মানববন্ধন বৈষ্যমের বিরুদ্ধে সিলেটবাসীকে ঐক্যবদ্ধ ভাবে আন্দোলন করতে হবে পেঁয়াজের বাজার নিয়ন্ত্রনে সরকারকে ন্যাপের আহ্বান জুলাই সনদ বাস্তবায়ন ব্যতীত দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ গঠন সম্ভব নয়: কামাল হোসেন ঘূর্ণিঝড় টাইফুন কালমেগি আঘাত, নিহত বেড়ে ১০০, নিখোঁজ ২৬

ফটিকছড়ি সদর ধরুং খাল থেকে মাদরাসাছাত্রের লাশ উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নুরুল কবির আরমান
খাগড়াছড়ি প্রতিনিধি>

ফটিকছড়ি সদরের ধরুং খালে গোসল করতে নেমে নিখোঁজ ১৪ বছর বয়সী মাদরাসার ছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (১ জুলাই) বিকেল ৫টার দিকে টানা দুইঘন্টার অভিযানে ফায়ার সার্ভিসের ৩ সদস্যের বিশেষ ডুবুরি দল লাশ উদ্ধার করে।

এ সব তথ্য নিশ্চিত করে ফটিকছড়ি ফায়ার সার্ভিসের স্টেশন লিডার কামাল উদ্দিন বলেন, আমরা দুপুর একটার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে এসে অভিযান শুরু করি। আমাদের ডুবুরি ব্যবস্থা না থাকায় আমরা আগ্রাবাদ থেকে ডুবুরি দল আসতে বলি। তারা দিনটার দিকে এসে ৪ সদস্যের ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করেন। শহর থেকে আসা এ বিশেষ ডুবুরি দল বিকেল পাঁচটার দিকে নিখোঁজ স্থান থেকে ওই ছেলেটিকে মৃত অবস্থা উদ্ধার করতে সক্ষম হয়।

এর আগে, শুক্রবার দুপুর সোয়া ১২ টার দিকে উপজেলার বিবিরহাট ধরুং ব্রিজের পূর্ব পাশে খালে নিখোঁজ হয় মো. কাউসার (১৪)। তিনি ফটিকছড়ি পৌরসভার ৮ নং ওয়ার্ড হাজি সিরাজুল হক মিস্ত্রী বাড়ির মো. খালেদের ছেলে। উপজেলাস্থ (সিনিয়র) ফটিকছড়ি জামিউল উলুম ফাযিল ডিগ্রী মাদ্রাসার সপ্তম শ্রেণির শিক্ষার্থী সে।

কাউসারের চাচা রাশেদুল ইসলাম বলেন, দুপুর ১২ টার দিকে সে গোসল করতে যায়। এরপর খবর পাই খালে গোসল করতে নেমে আর ওঠেনি।

প্রত্যক্ষদর্শী সমবয়সী আব্দুল্লাহ বলেন, আমি গোসল করতে আসরে দেখি সে পানিতে ভাসমান বাশের উপর বসা। পরে আমি যখন পানিতে নেমেছি তখন দেখি কাউসার হঠাৎ করে লাফ দিয়ে ডুবে যাচ্ছিল এবং হাত উপরে তুলে নাড়াচ্ছে। আমি ধরতে চেষ্টা করে পারিনি। পরে একটু দূরে গিয়ে পুরোটা ডুবে যায়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ