শনিবার, ২৫ অক্টোবর ২০২৫ ।। ৮ কার্তিক ১৪৩২ ।। ৩ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
চান্দিনায় কওমি মাদ্রাসা সংগঠনের উদ্যোগে আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন পিআর পদ্ধতি ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় : মাওলানা বোরহান উদ্দিন   বিশ্বের ৪৫০ প্রভাবশালী ইহুদির ইসরায়েলের ওপর জাতিসংঘের নিষেধাজ্ঞার আহ্বান মহেশখালীতে মহানবী (সাঃ)-কে অবমাননার অভিযোগে উত্তম কুমার গ্রেফতার ইসকন নিষিদ্ধের দাবিতে সাভারে ইত্তিহাদুল উলামার বিক্ষোভ বিদ্যুৎস্পৃষ্টে হয়ে ছেলের সাথে প্রাণ গেলো বাবার ইসকন নিষিদ্ধসহ সাত দফা দাবীতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন ফরিদপুরের ভাঙ্গায় ট্রাকের ধাক্কায় নিহত ২, আহত ১০ বিভাগীয় শহরে জামায়াতসহ ৮ দলের বিক্ষোভ শনিবার ইসকন বাংলাদেশের জন্য অশনিসংকেত: ছাত্র জমিয়ত বাংলাদেশ

দর্জিকে শি*রচ্ছেদের ঘটনায় গ্রেফতার আরও ৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: নবীজি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ও আম্মাজান হজরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তায়ালা আনহাকে অবমাননা করা নুপুর শর্মাকে সমর্থন জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করায় ভারতের রাজস্থানে এক দর্জিকে গলা কেটে হত্যা করা হয়েছে ।

হত্যার পর উত্তেজনা ছড়িয়ে পড়ছে। এই ঘটনায় আগেই দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ। নতুন করে আরও তিনজনকে গ্রেফতার করা হয়েছে। রাজ্যজুড়ে ১৪৪ ধারা জারির পাশাপাশি বন্ধ রয়েছে ইন্টারনেটও।

এনডিটিভির খবরে বলা হয়েছে,  উদয়পুর শহরের ধানমন্ডি এলাকায় হিন্দু যুবক কানহাইয়া লাল তেলিএকটা দর্জির দোকান ছিল। সেখানেই তাকে হত্যা করা হয়।

খবরে বলা হয়েছে, মঙ্গলবার দুপুরে তার দোকানে জামা সেলাই করাতে কয়েকজন আসেন। তারাই তলোয়ার দিয়ে তার মাথায় কোপ মারেন। যুবককে হত্যার পর সেই ভিডিও অনলাইনে পোস্টও করেন ওই দুই যুবক। পরে গণমাধ্যমকে হত্যাকাণ্ডের ভিডিও সম্প্রচার না করার জন্য আহ্বান জানান রাজস্থানের একজন শীর্ষ স্থানীয় পুলিশ কর্মকর্তা।

গত মাসে ওই নুপুর শর্মার অমনানমাকে কেন্দ্র করে ভারতে ও মুসলিম দেশগুলোতে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। ওই সময়ে মধ্যপ্রাচ্যের দেশগুলোর কাছ থেকে প্রবল কূটনীতিক চাপের মুখোমুখি হয় ভারত। এ কারণে বাধ্য হয়ে বিজেপি তাদের এ মুখপাত্রকে বরখাস্ত করে। বিতর্কিত ওই মন্তব্যের কারণে ভারতে ধর্মীয় বিক্ষোভ হয়।

ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, কানহাইয়া লালকে তিন সপ্তাহ আগে ধর্মীয় অনুভূতিতে আঘাত করার অভিযোগে পুলিশের গ্রেফতার করেছিল। এরপর তিনি মুক্তির পর জীবননাশের হুমকির কথা উল্লেখ করে পুলিশি নিরাপত্তা চেয়েছিলেন।

একজন পুলিশ কর্মকর্তা এ বিষয়ে বলেন, ওই ঘটনার পরে পুলিশ কিছু হিন্দু ও মুসলমানকে শান্তি বৈঠকের জন্য ডেকেছিল। এরপর কানহাইয়া লাল বলেছিলেন যে কারও বিরুদ্ধে আর কোনো ব্যবস্থা নেওয়ার দরকার নেই।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ