শনিবার, ২৫ অক্টোবর ২০২৫ ।। ৮ কার্তিক ১৪৩২ ।। ৩ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
চান্দিনায় কওমি মাদ্রাসা সংগঠনের উদ্যোগে আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন পিআর পদ্ধতি ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় : মাওলানা বোরহান উদ্দিন   বিশ্বের ৪৫০ প্রভাবশালী ইহুদির ইসরায়েলের ওপর জাতিসংঘের নিষেধাজ্ঞার আহ্বান মহেশখালীতে মহানবী (সাঃ)-কে অবমাননার অভিযোগে উত্তম কুমার গ্রেফতার ইসকন নিষিদ্ধের দাবিতে সাভারে ইত্তিহাদুল উলামার বিক্ষোভ বিদ্যুৎস্পৃষ্টে হয়ে ছেলের সাথে প্রাণ গেলো বাবার ইসকন নিষিদ্ধসহ সাত দফা দাবীতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন ফরিদপুরের ভাঙ্গায় ট্রাকের ধাক্কায় নিহত ২, আহত ১০ বিভাগীয় শহরে জামায়াতসহ ৮ দলের বিক্ষোভ শনিবার ইসকন বাংলাদেশের জন্য অশনিসংকেত: ছাত্র জমিয়ত বাংলাদেশ

মোদির সমালোচনাকে ধ*র্মীয় অ*নুভূতিতে আ*ঘাত বিবেচনা করে সাংবাদিক আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ভারতের প্রধানমন্ত্রীর সমালোচনা করার জেরে তথ্য-পরীক্ষার একটি ওয়েবসাইটের সহ-প্রতিষ্ঠাতাকে আটক করেছে পুলিশ। এক টুইট বার্তায় দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারের সমালোচনা করেছেন মুহাম্মদ জুবায়ের।

বিবিসি জানিয়েছে, এ ঘটনার নিন্দা জানিয়েছেন বিরোধীদলীয় নেতা থেকে করে সাংবাদিকরা। তারা বলছেন, যারা সমালোচনা করছেন, তাদের দমন করার জন্য হিন্দু-জাতীয়তাবাদী সরকারের একটি স্পষ্ট প্রচেষ্টা এটি।

সম্প্রতি একটি টেলিভিশন বিতর্কে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) বরখাস্ত হওয়া মুখপাত্র বিতর্কিত মন্তব্য করেন। সেই ঘটনার উল্লেখ করে জুবায়ের বলেছেন, মহানবী হজরত মুহাম্মদ (সা.) কে অপমান করা হয়েছে। জুবায়েরের এর আগে করা টুইট ব্যাপকভাবে শেয়ার করা হয়েছে এবং বেশ কয়েকটি মুসলিম দেশ ভারতের ব্যাপারে তীব্র প্রতিবাদ জানায়।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে হিন্দু জাতীয়তাবাদীরা জুবায়েরের করা অতীতের মন্তব্যের প্রতি দৃষ্টি আকর্ষণ করেছেন। তাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে জুবায়েরের বিচারের দাবিও জানানো হয়েছে।

গত সপ্তাহে জুবায়ের টুইটারে একটি ই-মেইলের স্ক্রিনশট পোস্ট করেছেন। তাতে বলা হয়েছে, সরকারের পক্ষ থেকে একটি অভিযোগ এসেছে; দাবি উঠেছে- তার অ্যাকাউন্টটি ভারতীয় আইন লঙ্ঘন করেছে।

গতকাল সোমবার জুবায়েরকে আটক করা হয়েছে। একটি টুইটার অ্যাকাউন্ট থেকে অভিযোগের ভিত্তিতে তাকে আটক করা হয়। অভিযোগে বলা হয়েছে, ২০১৮ সালের একটি পোস্টে হিন্দুদের দেবতা হনুমানের নামে একটি হোটেলের নাম পরিবর্তন করার বিষয়ে মন্তব্য করে হিন্দুদের অপমান করেছেন। দিল্লি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বরাত দিয়ে এএনআই নিউজ এজেন্সি এ তথ্য জানিয়েছে।

পরে পুলিশ একটি বিবৃতিতে বলেছে, জুবায়েরের টুইটার ফলোয়াররা ওই টুইটটি আরও ছড়িয়েছে এবং বিতর্ক বা ঘৃণা ছড়ানোর একটি সিরিজ তৈরি করেছে।

সূত্র: বিবিসি।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ