শনিবার, ২৫ অক্টোবর ২০২৫ ।। ৮ কার্তিক ১৪৩২ ।। ৩ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
চান্দিনায় কওমি মাদ্রাসা সংগঠনের উদ্যোগে আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন পিআর পদ্ধতি ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় : মাওলানা বোরহান উদ্দিন   বিশ্বের ৪৫০ প্রভাবশালী ইহুদির ইসরায়েলের ওপর জাতিসংঘের নিষেধাজ্ঞার আহ্বান মহেশখালীতে মহানবী (সাঃ)-কে অবমাননার অভিযোগে উত্তম কুমার গ্রেফতার ইসকন নিষিদ্ধের দাবিতে সাভারে ইত্তিহাদুল উলামার বিক্ষোভ বিদ্যুৎস্পৃষ্টে হয়ে ছেলের সাথে প্রাণ গেলো বাবার ইসকন নিষিদ্ধসহ সাত দফা দাবীতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন ফরিদপুরের ভাঙ্গায় ট্রাকের ধাক্কায় নিহত ২, আহত ১০ বিভাগীয় শহরে জামায়াতসহ ৮ দলের বিক্ষোভ শনিবার ইসকন বাংলাদেশের জন্য অশনিসংকেত: ছাত্র জমিয়ত বাংলাদেশ

বন্যা পরিস্থিতি পরিদর্শনে সিলেটে স্বাস্থ্যমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বন্যা পরিস্থিতি উন্নত হলেও বন্যা সৃষ্ট দুর্ঘটনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা যেন থামছেই না। বৃদ্ধি পাচ্ছে বন্যাকবলিত এলাকায় রোগের আক্রমণ। এ অবস্থায় বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণ করতে হেলিকপ্টারে করে সিলেট পৌঁছেছেন স্বাস্থ্য ও পারিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক। পরিদর্শন শেষে স্বাস্থ্য অধিদপ্তরের বিভাগীয় কর্মকর্তাদের সঙ্গে করণীয় প্রসঙ্গে জরুরি মতবিনিময় সভায় অংশ নিবেন তিনি।

সোমবার (২৭ জুন) সিলেটের বিভিন্নি এলাকা ঘুরে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দরে আসেন তিনি। এসময় তার সাথে ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম।

সিলেটের বন্যা পরিস্থিতি দেখতে সকাল ৯টায় রাজধানীর তেজগাঁওয়ের পুরাতন বিমানবন্দর থেকে রওনা দেন তিনি। সিলেটের বেশ কিছু এলাকা পরিদর্শন শেষে ১১টায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। বন্যার কারণে রাস্তা ঘাট নষ্ট হয়ে যাওয়ায় হেলিকপ্টারে তিনি সিলেট পরিদর্শন করেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বন্যায় সবমিলিয়ে দেশে এখন পর্যন্ত নানা রোগে আক্রান্ত হয়ে মারা গেছে ৮৪ জন। সিলেট বিভাগেই ৫২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সিলেট জেলায় ১৮ জন, সুনামগঞ্জে ২৬ জন, মৌলভীবাজারে ৪ জন এবং হবিগঞ্জে ৪ জন মারা গেছেন। এছাড়া ময়মনসিংহ বিভাগে ২৮ জন মারা গেছে।

এর মধ্যে ময়মনসিংহে ৫ জন, নেত্রকোণায় ৯ জন, জামালপুরে ৯ জন এবং শেরপুরে ৫ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও রংপুর বিভাগে এখন পর্যন্ত বন্যায় ৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে কুড়িগ্রামে ৩ জন এবং লালমনিরহাটে ১ জন। তবে রংপুর বিভাগে কারো মৃত্যু হয়নি। এছাড়াও বিভিন্ন রোগে আক্রান্ত হয়েছে ৫ হাজার ৮৯০ জন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ