বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫ ।। ২০ কার্তিক ১৪৩২ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
বিএনপি-জামায়াতের বাইরে নতুন রাজনৈতিক জোটের উদ্যোগ এনসিপির  মাইলস্টোনে যুদ্ধবিমান বিধ্বস্তের কারণ পাইলটের উড্ডয়ন ত্রুটি পুলিশের খোয়া যাওয়া অস্ত্র উদ্ধারে আবারও পুরস্কার ঘোষণা বিশাল স্বর্ণ ভান্ডার মিলল পাকিস্তানে একীভূত হওয়া ৫ ব্যাংকের অর্থ ও আমানত সুরক্ষিত থাকবে : গভর্নর ষড়যন্ত্রের প্রতিবাদে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় সম্মিলিত শিক্ষার্থী ফোরামের মানববন্ধন বৈষ্যমের বিরুদ্ধে সিলেটবাসীকে ঐক্যবদ্ধ ভাবে আন্দোলন করতে হবে পেঁয়াজের বাজার নিয়ন্ত্রনে সরকারকে ন্যাপের আহ্বান জুলাই সনদ বাস্তবায়ন ব্যতীত দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ গঠন সম্ভব নয়: কামাল হোসেন ঘূর্ণিঝড় টাইফুন কালমেগি আঘাত, নিহত বেড়ে ১০০, নিখোঁজ ২৬

সিলেটে বন্যায় এখন পর্যন্ত ২৩ জনের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সিলেট বিভাগে স্মরণকালের ভয়াবহ বন্যায় এখন পর্যন্ত ২৩ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে জৈন্তাপুর উপজেলার দরবস্তে মা-ছেলের মরদেহ ভেসে ওঠে। শুক্রবার তীব্র বন্যার পানিতে তারা ভেসে গিয়েছিলেন।

স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ডা. হিমাংশু লাল রায় জানিয়েছেন, এখন পর্যন্ত তাদের কাছে বন্যায় ২০ জনের মৃত্যুর তথ্য রয়েছে। এদের মধ্যে সিলেটে ১২ জন, সুনামগঞ্জে ৫ জন ও মৌলভীবাজারে ৩ জন মারা গেছেন। জৈন্তাপুর ও তাহিরপুরের ঘটনার তথ্য তিনি শুনেছেন। এদের যোগ করলে মৃতের সংখ্যা ২৩ জন হবে।

জৈন্তাপুরে নিহতরা হলেন- দরবস্ত ইউনিয়নের মানিকপাড়া খলা গ্রামের মৃত আজব আলীর স্ত্রী নাজমুন নেছা (৫০) ও তার ছেলে আব্দুর রহমান (১৪)। সিলেট জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফুর রহমান এতথ্য নিশ্চিত করে জানান, শুক্রবার বন্যার পানিতে তলিয়ে নিখোঁজ ছিলেন মা-ছেলে। মঙ্গলবার লাশ ভেসে উঠেছে।

জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল বশিরুল ইসলাম জানান, শুক্রবারে নাজমুন নেছা ছেলে আব্দুর রহমানকে নিয়ে পাশের গ্রামে মেয়ের বাড়িতে গিয়েছিলেন। মেয়ের বাড়িতে পানি উঠে গিয়েছিল। সেখান থেকে ফেরার পথে মা-ছেলে সড়কের পাশে পানিতে তলিয়ে যান। আজকে তাদের মরদেহ ভেসে উঠেছে।

এদিকে সোমবার তাহিরপুরে হেলিকপ্টার থেকে ফেলা ত্রাণ সংগ্রহ করতে গিয়ে আহত হয়েছিলেন বিপ্লব মিয়া (৫০)। মঙ্গলবার অবস্থা গুরুতর হলে তাকে সিলেটে বেসরকারি একটি হাসপাতালে আনা হলে কতর্ব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিপ্লব তাহিরপুর উপজেলার উজান তাহিরপুর গ্রামের মৃত আব্দুস সহিদের ছেলে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ