শনিবার, ২৫ অক্টোবর ২০২৫ ।। ৯ কার্তিক ১৪৩২ ।। ৩ জমাদিউল আউয়াল ১৪৪৭


‘মুসলিমদের নি*পীড়নে ভা*রতে অ*ন্যায়ের প্রতীক হয়ে উঠছে বুলডোজার’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নুরুদ্দীন তাসলিম।।

ভারতে মুসলিমদের নিপীড়নে অন্যায়ের প্রতীক হয়ে উঠেছে বুলডোজার।

সোমবার ব্রিটিশ সংবাদ মাধ্যমের বরাতে ডেইলি জং এক প্রতিবেদনে জানায়, ভারতের ক্ষমতাসীন দল বিজেপি মুসলমানদের বিরুদ্ধে অস্ত্র হিসেবে বুলডোজার ব্যবহার করছে। বিজেপি মুসলমানদের সম্পত্তি ধ্বংস করতেও বুলডোজার ব্যবহার করছে।

ব্রিটিশ সংবাদ মাধ্যম তাদের প্রতিবেদনে আরো যোগ করে, অবৈধ স্থাপনার অভিযোগে এলাহাবাদে মুসলিম রাজনৈতিক কর্মী জাভেদ আহমেদের বাড়ি ভেঙে দেয়া হয়েছে।

ধর্ম নিয়ে অবমাননাকর বক্তব্যের প্রতিবাদকারীদের মূল পরিকল্পনাকারী হওয়ার অভিযোগে জাভেদকে গ্রেফতার করা হয়।

এ বিষয়ে সমালোচকরা বলেন, জাভেদ আহমেদের বাড়ি ভেঙে তাকে শাস্তি দিয়েছে বিজেপি সরকার।

ভারতের সাবেক বিচারক ও আইনজীবীরাও বিজেপির বুলডোজার ব্যবহারের নিন্দা করেন। দেশটির সাবেক বিচারক ও আইনজীবীদের অনেকেই মুসলিমদের নিপীড়নের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য আদালতের কাছে দাবিও জানান।

সূত্র : ডেইলি জং

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ