মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬ ।। ২৯ পৌষ ১৪৩২ ।। ২৪ রজব ১৪৪৭

শিরোনাম :
প্রতারণা করে অর্থ আদায়: ৫১ হাজার সিমসহ ৫ চীনা নাগরিক গ্রেপ্তার হাসিনা-কামালের মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে ঢাকায় ‘বিশ্ব আল-কুদস সপ্তাহ’ শুরু অভিযানে বিএনপি নেতার মৃত্যু নিয়ে যা বলছে সেনাবাহিনী মজুদকারীদের উদ্দেশে মাওলানা আজহারীর কড়া বার্তা পবিত্র রমজান মাসের সম্ভাব্য তারিখ ১৮ ফেব্রুয়ারি তাপমাত্রা নিয়ে নতুন বার্তা দিলো আবহাওয়া অফিস শায়খ আহমাদুল্লাহর পরামর্শে প্রবাসীদের জন্য সুদমুক্ত ঋণ চালু করছে সরকার বাংলাদেশি আলেমের হাতে অন্তিম মুহূর্তে হাসপাতালে কোরিয়ান বৃদ্ধের ইসলাম গ্রহণ নির্বাচন ও গণভোটের মাধ্যমে দেশের ভবিষ্যৎ নির্ধারণ হবে: প্রধান উপদেষ্টা

ভোট সুষ্ঠু হয়েছে, জয়-পরাজয় যাই হোক মেনে নেব: সাক্কু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: নির্বাচন সুষ্ঠু হয়েছে। ফলাফলে জয়-পরাজয় যাই হোক আমি মেনে নেব বলে জানিয়েছেন স্বতন্ত্র মেয়রপ্রার্থী মনিরুল হক সাক্কু।

বুধবার (১৫ জুন) বিকেল সাড়ে ৪টায় নানুয়া দিঘীরপাড় নিজ বাসভবনে গণমাধ্যমকর্মীদের তিনি এসব কথা বলেন।

মনিরুল হক বলেন, ইভিএম ও বৈরী আবহাওয়ার কারণে সবাই ভোট দিতে পারেননি। প্রাথমিক ধারণা ৫০ শতাংশ ভোট কাস্টিং হয়েছে। ভোট দিতে না পেরে অনেকেই ফিরে গেছেন। ধীরগতি না থাকলে আরও অনেকেই ভোট দিতে পারতেন। এই একটি বিষয় ছাড়া সবকিছুই সুন্দর ছিল।

নির্বাচন কমিশন, জেলা প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ধন্যবাদ জানিয়ে মনিরুল হক বলেন, সবাই চেষ্টা করেছেন নির্বাচন যাতে সুষ্ঠু হয়। সবার ঐকান্তিক প্রচেষ্টায় নির্বাচন সুষ্ঠু হয়েছে।

মনিরুল হক পরপর দুবার কুমিল্লা সিটি নির্বাচনের মেয়র পদে বিজয়ী হয়েছেন। ভোট সুষ্ঠু হলে জয়ী হবেন বলে আশা প্রকাশ করেন তিনি। নগরীর হোচ্চা মিয়া বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন মনিরুল হক।

নির্বাচনে মেয়র পদে কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আরফানুল হক রিফাত (নৌকা), টানা দুই বারের সদ্য সাবেক মেয়র ও বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী মো. মনিরুল হক সাক্কু (টেবিল ঘড়ি), স্বেচ্ছাসেবক দল থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী নিজাম উদ্দিন কায়সার (ঘোড়া), ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী রাশেদুল ইসলাম (হাতপাখা) এবং স্বতন্ত্র প্রার্থী কামরুল আহসান বাবুল (হরিণ) প্রতিদ্বন্দ্বিতা করছেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ