রবিবার, ২৬ অক্টোবর ২০২৫ ।। ৯ কার্তিক ১৪৩২ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
খতমে নবুওয়ত মহাসম্মেলনে বেফাকের একাত্মতায় পীর সাহেব মধুপুরের অভিনন্দন ইসরাইলের হয়ে গুপ্তচরগিরির দায়ে জাতিসংঘের সাত কর্মীকে বন্দি হুথির ইসকন নিষিদ্ধের দাবি মুফতী নিজাম উদ্দিন আল আদনানের বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি ঢাকা মহানগর কমিটি গঠিত নভেম্বরের মধ্যে গণভোটে জুলাই সনদের আইনি ভিত্তি দিতে হবে: ইবনে শাইখুল হাদিস ৫ দফা দাবিতে বিভাগীয় শহরে ইসলামী আন্দোলনের বিক্ষোভ বাংলাদেশ খেলাফত মজলিসের মজলিসে শুরার অধিবেশনে ৯ প্রস্তাব ক্ষমতায় গেলে বিএনপি প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক পদ সৃষ্টি করবে বেফাক নেতৃবৃন্দের আহ্বান ও একাত্মতা বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাধারণ পরিষদের ৮ম অধিবেশন অনুষ্ঠিত

সিলেটে ট্রেনে আগুন: তদন্ত কমিটি গঠন করল জেলা প্রশাসন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সিলেটে আন্তঃনগর পারাবত এক্সপ্রেস ট্রেনে আগুন লেগে পাওয়ার কারসহ ৩টি বগি পুড়ে যাওয়ার ঘটনায় সাত সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে মৌলভীবাজারের জেলা প্রশাসক।

শনিবার দুপুর পৌনে ১টার দিকে সিলেট-আখাউড়া সেকশনের শমসেরনগর ও মনু রেলওয়ে স্টেশনের মধ্যবর্তী স্থানে চলন্ত ট্রেনের পাওয়ার কারে হঠাৎ আগুন লেগে যায়।

পরে চালক কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের চৌশাইয়া এলাকায় ট্রেন থামিয়ে দেন। এসময় হুড়োহুড়ি করে নামতে গিয়ে অন্তত ৭ যাত্রী আহত হন। ঘটনার পর সিলেটের সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল ৪ ঘণ্টা বন্ধ থাকে। উদ্ধার কাজ শেষ হলে প্রায় ৪ ঘণ্টা পর বিকাল পৌনে ৫ টায় সিলেট রুটে আবার ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

মৌলভীবাজারের জেলা প্রশাসক মীর নাহিদ আহসান ঘটনাস্থল পরিদর্শন করে ৭ সদস্য বিশিষ্ট আরও একটি কমিটি করার কথা জানিয়েছেন। তিনি বলেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আব্দুল হককে আহ্বায়ক করে সাত সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটিকে আগামী সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।

শমশেরনগর রেলওয়ে স্টেশনমাস্টার মো. জামাল উদ্দিন সাংবাদিকদের বলেন, বিকাল ৪টা ৪০ মিনিটের পর থেকে এ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। দুর্ঘটনায় ঢাকাগামী ‘জয়ন্তিকা এক্সপ্রেস লংলা স্টেশনে ও চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেস শ্রীমঙ্গলে আটকা পড়লেও পরে সেগুলো নিজ নিজ গন্তব্যে চলে গেছে।

বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলীয় জোনের মহা ব্যবস্থাক জাহাঙ্গীর হোসেন জানান, চলন্ত অবস্থায় ট্রেনে আগুন লাগার ঘটনায় দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। একটি কমিটিতে বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলীয় জোনের বিভাগীয় কমার্শিয়াল ম্যানেজারকে প্রধান এবং অপরটিতে পূর্বাঞ্চলীয় জোনের চিফ মেকানিকাল ইঞ্জিনিয়ারকে প্রধান করা হয়। প্রতিটি কমটি ৪ সদস্য বিশিষ্ট। অগ্নিকাণ্ডের কারণ উদঘাটন এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নিরুপণ করে আগামী ৩ দিনের মধ্যে রিপোর্ট দেওয়ার জন্য এসব কমিটিকে নির্দেশ দেওয়া হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ