মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫ ।। ১২ কার্তিক ১৪৩২ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৭


বন্যা কবলিত আসাম রেখে মাদ্রাসা নিয়ে উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী: ওয়াইসি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আদিয়াত হাসান: এআইএমআইএম প্রধান আসাদউদ্দিন ওয়াইসি বলেছেন, আসামে বন্যায় এ পর্যন্ত অন্তত ১৮ জন মারা গেছেন। তবে রাজ্যের মুখ্যমন্ত্রী মাদ্রাসাগুলি নিয়ে উদ্বিগ্ন। বন্যা দুর্গতরা সাহায্যের জন্য অপেক্ষা করছে কিন্তু মুখ্যমন্ত্রী ভারতের মাদ্রাসাগুলো বন্ধ করার প্রস্তুতি নিচ্ছেন। তার এ আচরণ ইতোমধ্যেই এই সরকারের এজেন্ডা স্পষ্ট করে দিয়েছে।

মাদ্রাসা নিয়ে আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন আসাদউদ্দিন ওয়াইসি। তিনি বলেন, ‘তারা যে শুধুমাত্র মুসলিম এবং ইসলামকে ঘৃণা করে সেটা তাদের মুখে প্রকাশ্যে এসেছে। মোদী সরকারের মাদ্রাসা আধুনিকীকরণের পরিকল্পনা নেই কি?’

তিনি বলেন, আসামে বন্যায় ১৮ জনের মৃত্যু হয়েছে তবে রাজ্যের মুখ্যমন্ত্রী মাদ্রাসাগুলি নিয়ে উদ্বিগ্ন। মাদ্রাসার লোকেরা ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করেছে। মাদ্রাসায় বিজ্ঞান, গণিতসহ অন্যান্য বিষয় পড়ানো হয়। কিন্তু তারা (বিজেপি) শুধুমাত্র ইসলাম ও মুসলমানদের ঘৃণা করে।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ