মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫ ।। ৪ ভাদ্র ১৪৩২ ।। ২৫ সফর ১৪৪৭

শিরোনাম :
বিএনপি কি ইসলামপন্থীদের আস্থা হারাচ্ছে?  নোয়াখালীতে জিপিএ-৫ প্রাপ্ত ৩০০ শিক্ষার্থীকে সংবর্ধনা গণতন্ত্রকামী দলগুলোর মধ্যে দূরত্ব তৈরি হলে ফ্যাসিস্ট পুনর্বাসন হবে: তারেক রহমান ডাকসু নির্বাচনে প্রার্থী ৬৫৮ জন, হল সংসদে ১ হাজার ৪২৭ মাইলস্টোনের তিন শিক্ষক জাতির কাছে চিরস্মরণীয় হয়ে থাকবেন জুমার নামাজে না গেলে দুই বছরের দণ্ড হতে পারে  রাজনৈতিক ও অর্থনৈতিক মুক্তির জন্য নির্বাচন জরুরি: মির্জা ফখরুল সৌদি আরবে নতুন হজ কাউন্সেলর কামরুল ইসলাম তাওয়াফের সময় হাজরে আসওয়াদের সামনে দাঁড়িয়ে না থাকার নির্দেশ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আস সুন্নাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে ১০০০ বৃক্ষরোপণ

নেতিবাচক দিককে ইতিবাচক করে নিতেন: মাসিহুল্লাহ খান রহ.

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুযযাম্মিল হক উমায়ের।।

মাসীহুল উম্মাত আল্লামা মসীহুল্লাহ খান জালালাবাদী রাহিমাহুল্লাহু তায়ালার ঘটনা। বর্ণনা করেন হজরত মাওলানা নাসীরুদ্দীন রাহিমাহুল্লাহু তায়ালা।

তিনি বলেন, হযরতের কাছে মুরীদগণের পক্ষ থেকে যতো ইসলাহী চিঠি আসতো সেগুলো পড়ে শোনানোর দায়িত্ব আমার উপর ছিলো। একবার কিছু বাজে লোকের পক্ষ থেকে হযরতের কাছে চিঠি আসলো। চিঠিতে হজরতকে উদ্দেশ্য করে বাজে গালাগাল লেখা ছিলো। এবং হযরতের সাথে অত্যন্ত বেআদবীমূলক কথা লেখা ছিলো।

হজরত এসব শুনে কষ্ট পাবেন মনে করে আমি সেসব চিঠি না পড়ে একপাশে রেখে দিয়েছি। হজরত আমার কাছে ঐসব চিঠি না পড়ার কারণ জানতে চান। উত্তরে আমি বলি, হজরত! ঐচিঠিগুলো পড়ার উপযুক্ত নয়। কারণ সেগুলোতে আপনাকে উদ্দেশ্য করে বাজে গালি ও বেআদবী কথা লেখা হয়েছে। আপনাকে হুমকি—ধমকি দেয়া হয়েছে।

আমার কথা শুনে হজরত বলেন, ‘মূলত এগুলো হলো, আল্লাহ তায়ালার পক্ষ থেকে আমাদের ইসলাহের পদ্ধতি। কারণ, লোকজন আমাদেরকে হজরত! হজরত! করে আমাদের দেমাগকে আরশে উঠিয়ে দিয়েছে। এইভাবে হজরত! হজরত! শুনার দ্বারা আমাদের অন্তরে অহংকার সৃষ্টি হয়।

এই কারণে আল্লাহ তায়ালা এইসব লোক দ্বারা আমাদেরকে ইসলাহ করান। তারাই আমাদেরকে ইসলাহ করেন। তারা আমাদের ভিতর খারাপতা আসতে দেয় না। তারাই মূলত আমাদের মুসলিহ (আত্মার সংশোধনকারী)।

তারা আমাদের ভুলত্রুটিগুলো খুঁজে বের করে দেয় যাতে আমরা সংশোধন হতে পারি। নিজেদেরকে যেনো ভুলের উর্ধ্বে মনে করে অহংকারে ধ্বংস হয়ে না যাই। সূত্র: ওয়াকিআত পড়হে আওয়ার ইবরত লিজিয়ে: পৃষ্ঠা—২৭৫।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ