মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫ ।। ১২ কার্তিক ১৪৩২ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
আত্মবিশ্বাসের প্রতিচ্ছবি নূরী আক্তারের উদ্যোক্তা হওয়ার গল্প জুলাই সনদ বাস্তবায়ন আদেশের খসড়ায় অস্পষ্টতা: ইসলামী আন্দোলন ‘বাবরি মসজিদ একদিন পুনর্নির্মিত হবে’ ফেসবুকে এমন পোস্টে ভারতের সুপ্রিম কোর্টে মামলা নির্বাচন সুষ্ঠ করতে দ্রুত বডি-ওর্ন ক্যামেরা কেনার নির্দেশ প্রধান উপদেষ্টার ‘তিনবারের বিশ্বজয় হাফেজ সাইফুর রহমান ত্বকীকে স্মরণীয় করে রাখবে’ প্রাথমিকে জনআকাঙ্ক্ষার পরিপন্থী পদক্ষেপ নেবে না সরকার: ধর্ম উপদেষ্টা অভিমানী মানুষের মতোই বিদায় হাফেজ ত্বকীর এক মাসে ওমরাহ পালন ১ কোটি ১৭ লাখ মুসল্লি জুলাই সনদের বাস্তবায়ন নতুন বাংলাদেশের পথ দেখাবে : প্রধান উপদেষ্টা হাফেজ ত্বকীর মৃত্যুতে মুরাদনগর উপজেলা কওমি তরুণ ওলামা পরিষদের শোক

নেতিবাচক দিককে ইতিবাচক করে নিতেন: মাসিহুল্লাহ খান রহ.

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুযযাম্মিল হক উমায়ের।।

মাসীহুল উম্মাত আল্লামা মসীহুল্লাহ খান জালালাবাদী রাহিমাহুল্লাহু তায়ালার ঘটনা। বর্ণনা করেন হজরত মাওলানা নাসীরুদ্দীন রাহিমাহুল্লাহু তায়ালা।

তিনি বলেন, হযরতের কাছে মুরীদগণের পক্ষ থেকে যতো ইসলাহী চিঠি আসতো সেগুলো পড়ে শোনানোর দায়িত্ব আমার উপর ছিলো। একবার কিছু বাজে লোকের পক্ষ থেকে হযরতের কাছে চিঠি আসলো। চিঠিতে হজরতকে উদ্দেশ্য করে বাজে গালাগাল লেখা ছিলো। এবং হযরতের সাথে অত্যন্ত বেআদবীমূলক কথা লেখা ছিলো।

হজরত এসব শুনে কষ্ট পাবেন মনে করে আমি সেসব চিঠি না পড়ে একপাশে রেখে দিয়েছি। হজরত আমার কাছে ঐসব চিঠি না পড়ার কারণ জানতে চান। উত্তরে আমি বলি, হজরত! ঐচিঠিগুলো পড়ার উপযুক্ত নয়। কারণ সেগুলোতে আপনাকে উদ্দেশ্য করে বাজে গালি ও বেআদবী কথা লেখা হয়েছে। আপনাকে হুমকি—ধমকি দেয়া হয়েছে।

আমার কথা শুনে হজরত বলেন, ‘মূলত এগুলো হলো, আল্লাহ তায়ালার পক্ষ থেকে আমাদের ইসলাহের পদ্ধতি। কারণ, লোকজন আমাদেরকে হজরত! হজরত! করে আমাদের দেমাগকে আরশে উঠিয়ে দিয়েছে। এইভাবে হজরত! হজরত! শুনার দ্বারা আমাদের অন্তরে অহংকার সৃষ্টি হয়।

এই কারণে আল্লাহ তায়ালা এইসব লোক দ্বারা আমাদেরকে ইসলাহ করান। তারাই আমাদেরকে ইসলাহ করেন। তারা আমাদের ভিতর খারাপতা আসতে দেয় না। তারাই মূলত আমাদের মুসলিহ (আত্মার সংশোধনকারী)।

তারা আমাদের ভুলত্রুটিগুলো খুঁজে বের করে দেয় যাতে আমরা সংশোধন হতে পারি। নিজেদেরকে যেনো ভুলের উর্ধ্বে মনে করে অহংকারে ধ্বংস হয়ে না যাই। সূত্র: ওয়াকিআত পড়হে আওয়ার ইবরত লিজিয়ে: পৃষ্ঠা—২৭৫।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ