শনিবার, ০৩ মে ২০২৫ ।। ২০ বৈশাখ ১৪৩২ ।। ৫ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
‘মুসলিম উম্মাহ এক যোগ্য সন্তানকে হারালো’ ‘রাষ্ট্র সংস্কার নিয়ে বিএনপির সালাহউদ্দিনের ভাবনা জাতিকে শঙ্কিত করেছে’  আল্লামা সুলতান যওক নদভীর  ইন্তেকালে খেলাফত মজলিসের শোক প্রকাশ নদভী আমৃত্যু ইসলাম ও মুসলিম উম্মাহর কল্যাণে কাজ করেছেন: ধর্ম উপদেষ্টা নারী-পুরুষের জীবনব্যবস্থায় স্রষ্টার নির্ধারিত নীতিমালা অপরিহার্য লাখো মুমিনের গর্জনে কেঁপে উঠল সোহরাওয়ার্দীর বাতাস আল্লামা সুলতান যওক নদভীর জানাজায় জনতার ঢল সুলতান যওক নদভীর মৃত্যুতে হেফাজত আমিরের শোক তাঁর অনুপস্থিতি সহজে পূরণ হবার নয়: ইউকে জমিয়ত সাম্রাজ্যবাদের ফান্ডখোরদের পরিকল্পনা বাস্তবায়ন করতে দেব না: হেফাজত আমির

ইউক্রেনে বিমানবিধ্বংসী ট্যাংক পাঠাচ্ছে জার্মানি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনে ভারী অস্ত্র সরবরাহের প্রথম ধাপেই ১৫টি বিমানবিধ্বংসী ট্যাংক সরবরাহে দ্রুত কাজ করছে জার্মানি।

শুক্রবার (২০ মে) সমরাস্ত্র তৈরির কার্যক্রমের বিস্তারিত ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রীকে জানান জার্মান প্রতিরক্ষামন্ত্রী।

ইউক্রেনে অভিযানরত রুশ বাহিনীকে ঠেকাতে জার্মানির কাছ থেকে ফাইটার হেলিকপ্টার, সাঁজোয়া ট্যাংক ও যুদ্ধজাহাজসহ ভারী অস্ত্র সহায়তার অংশ হিসেবে জুলাইয়ের মাঝামাঝি ১৫টি বিমানবিধ্বংসী ট্যাংক জেপার্ড সরবরাহের কার্যক্রম দ্রুততার সঙ্গে শেষ করতে যাচ্ছে জার্মানি।

শুক্রবার সমরাস্ত্র তৈরির কার্যক্রমের বিস্তারিত ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী অলেক্সিয়ে রসনিয়েভকে জানান জার্মান প্রতিরক্ষামন্ত্রী ক্রিস্টিনে লাম্বরেখশট। এ সময় জার্মান মন্ত্রী বলেন, প্রথম দফায় সেনাবাহিনীর মজুত থেকে অত্যাধুনিক জেপার্ড ট্যাংকগুলো চালানোর খুঁটিনাটি ও কারিগরি বিষয়গুলো ইউক্রেনের সেনাদের বুঝিয়ে দেওয়ার পাশাপাশি কমপক্ষে ৬০ হাজার বন্দুকের গুলি সরবরাহ করার প্রক্রিয়া প্রায় শেষের পর্যায়ে।

এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির অনুরোধে দেশটি পুনর্গঠনে আরও নয় বিলিয়ন ইউরো অর্থ সহায়তা প্রদানের বিষয়টি একরকম নিশ্চিত বলে জানিয়েছে শক্তিশালী রাষ্ট্রগুলোর জোট জি সেভেন। শুক্রবার জার্মানিতে জি সেভেনভুক্ত দেশগুলোর অর্থমন্ত্রীদের বৈঠকে জার্মান অর্থমন্ত্রী ক্রিস্টিয়ান লিন্ডনার বিষয়টি স্পষ্ট করেন।

তবে ইউক্রেনে সরবরাহ করা জার্মানিসহ পশ্চিমা বিশ্বের ভারী সমরাস্ত্রগুলোকে টেক্কা দিতে ইতোমধ্যে দুর্ধর্ষ বিটিএমপি মডেলের অত্যাধুনিক টার্মিনেটর ট্যাংক ইউক্রেনের মাটিতে নামিয়ে দিয়েছে রাশিয়া। এমন পরিস্থিতিতে সমগ্র যুদ্ধ পরিস্থিতি আরও অবনতির আশঙ্কা করছেন অনেকেই।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ