বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫ ।। ২১ কার্তিক ১৪৩২ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
সন্ত্রাসবিরোধী আইনের মামলায় জামিন পেল লতিফ সিদ্দিকী মাধবপুর রাজনগরে ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত পুলিশের বাধার মুখে ইসলামি ৮ দলের গণমিছিল মিছিল নিয়ে যমুনার পথে যাচ্ছে ৮ ইসলামী দল বিএনপির মনোনয়নপ্রত্যাশী সাবেক ছাত্রদল নেতা অস্ত্রসহ গ্রেফতার বরিশাল-৫ আসনে হাতপাখা প্রতীকের সেন্টার কমিটির প্রশিক্ষণ কর্মশালা ‘আমরা কিছু কাজের পর ঘুমিয়ে পড়ি, খতমে নবুওয়তবিরোধীরা তো ঘুমায় না’ পুঁজিবাজারে পাঁচ ইসলামি ব্যাংকের লেনদেন স্থগিত নবনিযুক্ত হাইকমিশনারের সঙ্গে ইসলামী আন্দোলন মালয়েশিয়া শাখার সৌজন্য সাক্ষাৎ ইসলামি শক্তিকে আরও সচেতন ও ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ড. আহমদ আবদুল কাদের

বরগুনায় পৌর সুপার মার্কেটে ভয়াবহ আগুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বরগুনায় পৌর সুপার মার্কেটে ভয়াবহ আগুনে পুড়ে ছাই হয়েছে অর্ধশতাধিক দোকান।

মঙ্গলবার রাত ১২টার দিকে পৌর সুপার মার্কেটে আগুন লাগে। প্রায় আড়াই ঘণ্টা চেষ্টার পর রাত আড়াইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ১২টার দিকে পৌর সুপার মার্কেটে দাউদাউ করে আগুন জ্বলে। মুহূর্তেই আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে আশপাশের দোকানে। এতে সুপার মার্কেটের অর্ধশতাধিক দোকান পুড়ে গেছে। এখানে গার্মেন্টস, প্রসাধনী এবং জাল ও সুতার দোকানসহ বিভিন্ন ছোট ছোট দোকান ছিল।

বরগুনা ও পটুয়াখালী ফায়ার সার্ভিসের সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক মো. জাকির হোসেন বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তদন্ত সাপেক্ষে এ ঘটনার ক্ষয়ক্ষতি নির্ধারণ ও অগ্নিকাণ্ডের সূত্রপাত জানা যাবে।

বরগুনা পৌর সুপার মার্কেটে দুই শতাধিক দোকান ছিল।

বরগুনা পৌরসভা প্যানেল মেয়র রইসুল আলম রিপন বলেন, ‘আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সুযোগ-সুবিধা যেভাবে পাওয়া দরকার, সেভাবেই আমরা পাই।’

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ